শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ২০:২১

শোকের মাসকে শক্তিতে রূপান্তরিত করে সোনার বাংলা করবো : মেয়র আবুল খায়ের

শোকের মাসকে শক্তিতে রূপান্তরিত করে সোনার বাংলা করবো : মেয়র আবুল খায়ের
ফরিদগঞ্জ ব্যুরো

জাতীয় শোক দিবস পালন কল্পে প্রস্তুতি সভায় বক্তব্য রাখত গিয়ে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীন হওয়া বাংলাদেশকে যারা মেনে নিতে পারে নি, তারাই জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মতো নৃংশস কাজ করতে পেরেছে।

তিনি বলেন, তাদের দোসররা আজও এদেশে বহাল তবিয়তে রয়েছে, এখন আবার হুংকার শোনা যায়। কিন্তু তারা ভুলে গেছে, জাতির জনকের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রাষ্ট্র ক্ষমতায় আসিন। তিনি এদের সকলকে ভালভাবেই চিনেন। তাই তাদের সেই স্বপ্ন কখনও সফল হবে না। শোকের মাসকে আমাদের শক্তিতে রূপান্তরিত করে জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন করবো। জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার মধ্যে দিয়েই আমরা শোক দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি তারাই এই কাজকে এগিয়ে নিতে পারি।

রোববার (৭ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

পৌরসভার সহকারি প্রকৌশলী দেলওয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র আ: মান্নান পরান, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জাকির হোসেন, আবুল হাসেম, জায়ের হোসেন বাবুল পাটওয়ারী, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে শোক দিবস পালনে কাউন্সিলর মোহাম্মদ হোসেনকে আহ্বায়ক করে শোক দিবস পালন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়