রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ১৯:০১

চাঁদপুর পৌর ছাত্রলীগের কর্মী সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

স্মার্ট নাগরিক গড়বার নেতৃত্ব দিবে ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
স্মার্ট নাগরিক গড়বার নেতৃত্ব দিবে ছাত্রলীগ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, আগামীদিনের স্মার্ট নাগরিক গড়বার নেতৃত্ব দেবে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের জন্ম হয়েছে বাংলার মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্যে দিয়ে। এই ছাত্রলীগের নেতৃত্বে ভাষার, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম মুক্তিযুদ্ধ হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর গণতন্ত্র আন্দোলনের নেতৃত্বেও ছিলো আওয়ামী লীগ, ছাত্রলীগসহ ভ্রাতৃপ্রতিম সংগঠন। বাঙালির সমস্ত অর্জন আওয়ামী লীগের আর স্বাধীনতা বিরোধীদের অর্জন ষড়যন্ত্র ও মানুষের অধিকার কেড়ে নেয়া ছাড়া তাদের কোনো অর্জন নেই। বিএনপি-জামাতসহ কিছু জোটদল বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করতে চায়। তাই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তাদের সন্তানদের হাতে অস্ত্র দেখতে চান নাকি কম্পিউটার ও উন্নতি প্রযুক্তি দেখতে চান। আমরা জানি, তাদের সিদ্ধান্ত নৌকার পক্ষে। যে নৌকার প্রার্থী থাকবে ছাত্রলীগের নেতা-কর্মী তাদের বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

১৭ জানুয়ারি মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমীতে চাঁদপুর পৌর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এছাড়াও প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।

কর্মী সভায় চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিনের সঞ্চালনায় পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, শেখ মোহাম্মদ মোতালেবসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে শত শত ছাত্রলীগ নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে রাজপথে মিছিলসহ সবাই সুশৃঙ্খলভাবে কর্মীসভায় অংশ নেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। লড়াই, সংগ্রাম, অধিকার আদায়ের আরেক নাম ছাত্রলীগ। ছাত্রলীগের নেতা-কর্মীরা যুগে যুগে লড়াই সংগ্রামে ছাত্রলীগের অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

জননেত্রী শেখ হাসিনা ছাত্রদের হাতে বইখাতা, কলম, ল্যাপটপ কম্পিউটার তুলে দিয়েছেন। খালেদা জিয়া তুলে দিয়েছিল অস্ত্র।

তাই তিনি পৌর ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতধরে এগিয়ে যাচ্ছে সোনার বাংলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়