শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ২১:০০

হাইমচরে মসজিদের ইমাম ও খতীবদের সাথে ডাঃ দিপু মনির মতবিনিময়

হাইমচরে মসজিদের ইমাম ও খতীবদের সাথে ডাঃ দিপু মনির মতবিনিময়
মোঃ সাজ্জাদ হোসেন রনি

হাইমচরে বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবদের সাথে মতবিনিময় সহ সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দিপু মনি। এতে উপজেলার অর্ধ সহস্রাধিক আলেমের উপস্থিতিতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় হাইমচর উপজেলা সদর আলগী বাজার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন হাইমচর এর ফিল্ড সুপারভাইজার মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দিপু মনি।

তিনি বলেন, আজ যারা উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে একেকজন ইমাম, অর্থাৎ নেতা। আপনারা সমাজে নেতৃত্ব দেন। আপনাদের কথা সমাজের মানুষ মেনে চলে। সকল অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম নির্যাতন বন্ধে আপনার ভূমিকা অপরিসীম। মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে অন্যায় কাজ থেকে বিরত রাখতে আপনারাই বেশি অবদান রাখেন। তাই আমার নির্বাচনী এলাকা চাঁদপুর- ৩ এর অন্তর্গত হাইমচরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আপনার সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, প্রতিটি জুমায় খুৎবা পূর্ব আলোচনায় আপনারা একেকজন নেতার ভুমিকা পালন করে প্রতিটি সমাজকে একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলুন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করবো। সাথে সাথে চলমান সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড গুলো উল্লেখ করে মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধকরণ আপনাদের দ্বারাই সম্ভব।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর কালেক্টরেড জামে মসজিদের খতীব মাওলানা মোঃ মোশাররফ হোসেন, আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী, কাটাখালী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরীফ হোসাইন, পুরাতন উপজেলা জামে মসজিদের খতীব মাওলানা তাজুল ইসলাম, আমেনা ইউনুস ইসলামিয়া মাদরাসার সুপার মাওলানা কাউসার হোসাইন, রামপুর বাজার ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল কাদির আশরাফী প্রমূখ। উপস্থিত ছিলেন মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা জুলফিকার সহ হাইমচর উপজেলার প্রতিটি মসজিদের ইমাম, খতীব ও মুয়াজ্জিনগন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়