প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৭
চাঁদপুর পৌরসভার শহর সমন্বয় কমিটির (TLCC) র সভা অনুষ্ঠিত
১২৫ বছর পূর্তিকে সামনে রেখে এখন দৃশ্যমান কাজে আমরা হাত দিব : মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভা।এ পৌরসভার ১২৫ বছর পূর্তিকে সামনে রেখে এখন থেকে আমরা দৃশ্যমান কাজে হাত দিব।
|আরো খবর
পৌরবাসীকে দৃঢ়তার সাথে আশ্বস্ত করতে চাই,আমাদের নির্বাচনের আগে যা ওয়াদা আমরা করেছি তার শতভাগ আসছে তিন বছরের মধ্য বাস্তবায়ন করব ইনশাল্লাহ। জনগণের জীবনমানের উন্নয়নের জন্য পৌরসভার প্রতিটি সেক্টরে আমরা কাজ করব।
২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার বিকাল তিন ঘটিকায় চাঁদপুর পৌর পাঠাগারে চাঁদপুর পৌরসভার
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প - ০৩ (ইউজিআইআইপি) -এর আওতায় নগর পরিচালন উন্নতিকরণ কর্মসূচি (ইউজিআইএপি) বাস্তবায়নের লক্ষ্যে নগর সমন্বয় কমিটি(টিএলসিসি) সভায় সভাপ্রধানের বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,নাগরিকবৃন্দের ভাবনা চিন্তা আমাদের পরিকল্পনা প্রণয়নে মুল শক্তি।তাতের মতামতের ভিত্তিতে এ বছরই অনেকগুলো কাজে আমরা হাত দিব। বাইতুল আমিন মসজিদের সামনের চত্বরটি নতুন করে নান্দনিক করা হচ্ছে।ইলিশ চত্বরেও সংস্কার করা হবে।শহরের দুটি লেককে পরিকল্পনা অনুযায়ী
নতুন রুপে সাজাতে সহসায় কাজের টেন্ডার হবে।শহরের পুরাণবাজার মধুসূদন স্কুল মোড়টি প্রখ্যাত রাজনীতিবিদ ও জাতীয় নেতা মরহুম মিজানুর রহমান চৌধুরী চত্বর নির্মাণ আমরা করব।
মেয়র বলেন,আমাদের পরিষদ দায়িত্ব নেয়ার পর অনেকগুলো সঙ্কটের মধ্য পড়ে।করোনা ও এখন আর্ন্তজাতিক মন্দা।তারপরও প্রাতিষ্ঠানিক সংস্কারে আমরা সফল।আমরা ব্যয়ের জায়গা সংকুচিত করে কয়েক কোটি টাকা আয় বাড়িয়েছি।বিগত দেনা কিস্তির মাধ্যমে পরিশোধ হলেও বিদ্যুৎ বিল বকেয়া থাকছে না।
তিনি বলেন,পৌর এলাকার যানজট নিরসন, জলাবদ্ধতা দুরীকরন, পরিছন্নতা কার্যক্রম, মশক নিধন, বিদ্যুত, পানি সরবরাহ সহ সকল নাগরিক সেবার মান উন্নত করতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, শহর সমন্বয় কমিটির (TLCC) সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোস্তাফিজুর রহমান,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধাগোবিন্দ গোপ,জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান,শহর পরিকল্পনাবিধ মোঃ সাজ্জাদুল ইসলাম ও মোঃ হান্নান।
পৌর নির্বাহি প্রকৌশলী এএইচএম সামছুদোহা,প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়াসহ টিএলসিসি’র সদস্যবৃন্দ ও কাউন্সিলরগণ এবং পৌরসভার অন্যরা।