বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ২৩:৩৪

’২৩ সালে আওয়ামী লীগকে ভোট চুরি করতে দেয়া হবে না : ইঞ্জি মমিনুল হক

’২৩ সালে আওয়ামী লীগকে ভোট চুরি করতে দেয়া হবে না : ইঞ্জি মমিনুল হক
মোঃ মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির প্রয়াত শীর্ষ নেতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী, সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান, বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেনের স্বরণে বিশেষ মোনাজাত করা হয়।

১৬ এপ্রিল বিকেলে কালিয়াপাড়ায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৩ সাথে আওয়ালীগকে ভোট চুরি করতে দেয়া হবে না। সদ্য সমাপ্ত সম্মেলন নিয়ে দলের ঐক্যর জন্য ভারপ্রাপ্ত সভাপতি যে সিদ্ধান্ত নিবেন সকলেই তা মেনে নিতে হবে। আগামী নির্বাচনে এ আসন বেগম খালেদা জিয়াকে উপহার দেয়া হবে। তিনি বলেন, রাজপথ আমাদের দখলে থাকবে। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল হক। ইফতার মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়