শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ১৬:১১

অবশেষে মামলা নাটকের অবসান ৮৯ জনকে নামীয় আসামী করে পুলিশের মামলা : আটক - ৮

গোলাম মোস্তফা
অবশেষে  মামলা নাটকের অবসান  ৮৯ জনকে নামীয় আসামী করে পুলিশের মামলা : আটক - ৮

অবশেষে ২ দিন পর চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার নেতাকর্মীদের বিরুদ্ধে ৮৯ জন কে নামীয় আসামী করে মামলা নাটকের অবসান ঘটিয়েছে। এ ঘটনায় ৮ জন কে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে মডেল থানা পুলিশ।

গত ৯ মার্চ বুধবার চাঁদপুরে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার রাতেই অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ।

এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার এস আই শাহজাহান বাদী হয়ে অবশেষে ৮৯ জন কে নামীয় আসামী করে এবং মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম কাজী জুয়েল কে প্রধান আসামী করে মামলা নাটকের অবসান ঘটান।

এ মামলা নং- ২৯। তাং ১১ /৩/২০২২ইং।

আটককৃতরা হলেন - খোকন,মুন্না,লিটন,বাদশা,বারেক,লিটন খান।

বাকীদের নাম এজাহারে রয়েছে বলে জানা গেছে।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ । তিনি আরো বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই বাছাই করা, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেই অনুযায়ী এ ঘটনায় সম্পৃক্ততার বিষয় দেখে মামলা দায়ের প্রক্রিয়া বিলম্ব হয়েছে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমরা কোনো নিরপরাধ ব্যক্তি যেনো হয়রানির শিকার না হয় সে বিষয় সর্তকতারব সহিত সজাগ দৃষ্টি রেখে আমাদের কার্যক্রম করেছি।

উল্লেখ্য গত ৯ মার্চ চাঁদপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও পথচারীসহ প্রায় অর্ধশত আহত হয় ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়