প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ১৮:৪০
দাবি একটাই, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে : ফরিদ আহামেদ মানিক
কেন্দ্র-ঘোষিত অংশবিশেষ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য- সামগ্রী মূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি।
৫ মার্চ শনিবার সকাল ১১টায় ফরিদগঞ্জ পৌরসভার কালিরবাজার রাস্তার মাথায় সিরাজ সুপার মার্কটের উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ আহামেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহাম্মেদ মানিক বলেন, ‘এই মুহূর্তে আমাদের দাবি একটাই, তাহলো আকাশচুম্বী দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দ্রব্যমূল্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এই সরকার দিনদিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে নিয়ে যাচ্ছে। সরকারের কোনো মাথা ব্যথা নেই। এই পেটুয়া সরকারের প্রধান এবং তার দোসররা যদি নিজের টাকায় বাজার করতেন, এবং নিজেরা বাজারে গিয়ে বাজার করতেন তাহলে বুঝতেন দ্রব্যমূল্যের কী হাল। বাংলার জনগণ আজ দ্রব্যমূল্যের চাপে পিষ্ট। তিনি পুলিশ বাহিনীর উদ্দেশে এ সময় বলেন, আপনারা একপেশে কোন আচরণ না করে জনগণের পক্ষে কাজ করুন। আমরা জনগণকে সাথে নিয়ে এই জুলুমবাজ সরকারের পতন নিশ্চিত করতে সকলের ঐক্যকদ্ধ আন্দোলন কামনা করছি।
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা শরিফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ভিপি মজিবুর রহমান দুলালের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. মাহাবুব আলম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি শাহাদাৎ হোসেন নয়ন সাবেক চেয়ারম্যান, বাচির আহ্মেদ সাবেক চেয়ারম্যান, দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটওয়ারী, সদস্য সচিব কাউন্সিলর আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জু, সিনিয়র যুগ্ন আহবায়ক শাওন চৌধুরী সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও বিএনপি'র বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।