প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ১৮:০১
হাইমচরে আনারস প্রতীকের সমর্থক আঃ রশিদের সংবাদ সম্মেলন
হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের আনারস প্রতীকের সমর্থক আব্দুর রশিদ খানের বসত বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুর রশিদ খান।
|আরো খবর
২ জানুয়ারি রবিবার রাত ১০টায় তিনি উপজেলা প্রেসক্লাব, হাইমচরে এ সসংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নৌকা প্রতীকের প্রার্থী টিটু হাওলাদের সমর্থক আরিফ হাওলাদার, এমরান, ফুয়াদসহ ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী প্রকৃতির লোক আমার বাড়িতে হামলা করে ঘরের দরজা, জানালা ও আসবাপত্র ভাংচুর করে। ঘরে থাকা স্বর্নের চেইন, কানের ধুল চিনিয়ে নিয়ে যায়। তারা আমার বাড়িতে আমাকে না পেয়ে বাড়িতে থাকা মহিলা ও শিশুদেরকে মারধোর করে। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বলে আমি ৫ তারিখের নির্বাচনের দিন যেন কেন্দ্রের আশপাশে না থাকি। আমাকে গুম করে ফেলারও হুমকি দেয় তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, হাইমচরে সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সহ-সভাপতি জিএম জহির, মহাসিন মিয়া, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক শরীফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লা, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসেন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক সোলাইমান আহমেদসহ স্থানীয় ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।