প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ২৩:২২
আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায়
পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পাটিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় জনগণ আলহাজ্ব এমরান হোসেন মিয়া

জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির আহবায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া বলেছেন, পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ নেতৃত্বে জাতীয় পাটি কে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এদেশের জনগণ।
তিনি বলেন, ১৯৯০ সালের পর এদেশের যে সকল রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, এরা কেউ যখনের স্বার্থে কাজ করেনি, কাজ করেছে নিজেদের আখের গোছাতে।
তিনি আরো বলেন, ৯০ সালের পর দেশের যে সকল রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে তাঁরা দেশে গনতান্ত্রিক চর্চার নামে গনতন্ত্রের কবর রচনা করে আজ দেশে এক দলীয় শাসন কায়েম করেছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় কে বিজয়ী করার লক্ষ্যে এখন থেকে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ নেতৃত্বের মধ্য দিয়ে কাজ করার আহবান জানান।
জনাব আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া গতকাল ১ জানুয়ারী শনিবার জাতীয় পাটির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পাটির আয়োজনে শহরের চেয়ারম্যান ঘাটস্হ পালকি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
চাঁদপুর জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখের সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানের উপস্থাপনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ শহীদুল ইসলাম, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম খুশু, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য মোল্লা বোরহান উদ্দিন মাস্টার।
আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পাটির আহবায়ক আঃ আউয়াল পাটোয়ারী, কচুয়া উপজেলা জাতীয় পাটির আহবায়ক রুহুল আমিন চৌধুরী, চাঁদপুর পৌর জাতীয় পাটির আহবায়ক শাহআলম মিজি যুগ্ম আহবায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, সদস্য সচিব ফেরদৌস খান, সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, জেলা জাতীয় শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ শরীফ পাটোয়ারী প্রমুখ।
আলোচনার পূর্বে সকাল ১০ টায় চাঁদপুর শহরের ট্রাক ঘাটস্হ জেলা জাতীয় পাটির অস্হায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের নতুন বাজার, কালীবাড়ি শপথ চত্বর হয়ে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, মিশন রোড, স্টেডিয়াম রোড হয়ে মরহুম আঃ করিম পাটোয়ারী সড়ক হয়ে শহরের চেয়ারম্যান ঘাটস্হ পালকি কমিউনিটি সেন্টারের সন্মুখে এসে উক্ত আনন্দ শোভাযাত্রা শেষ হয়।
এরপর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিরাট কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।
সবশেষে মাওঃ হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।