সোমবার, ৩১ মার্চ, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৩:০৩

শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় শবে কদর পালিত

আব্দুল মানান সিদ্দিকী
শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় শবে কদর পালিত
ছবি : প্রতীকী

সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হয়েছে। ২৭ মার্চ এশার নামাজ ও তারাবির পর থেকে শুরু হয় সারারাতব্যাপী ইবাদত-বন্দেগি, দোয়া মাহফিল ও ইসলামী আলোচনার অনুষ্ঠান।

মসজিদে মসজিদে ইবাদত ও দোয়া মাহফিল

শ্রীনগরের প্রতিটি মসজিদেই শবে কদরের রাতে মুসল্লিরা গভীর রাত পর্যন্ত ইবাদতে মগ্ন ছিলেন। বিশেষ করে, বাঘরা তালুকদার বাড়ি বাইয়াতুল হামদ জামে মসজিদে অনুষ্ঠিত ইসলামী আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বক্তব্য রাখেন:

উক্ত মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ আবু সাঈদ। তিনি শবে কদরের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন,

> "শবে কদর বা লাইলাতুল কদর অর্থ হচ্ছে অতিশয় সম্মানিত, মহিমান্বিত রাত। এটি হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছে, যা মুসলিম উম্মাহর জন্য এক মহাসৌভাগ্যের বার্তা।"

তিনি আরও বলেন,

> "মহান আল্লাহ সূরাতুল কদরে এরশাদ করেছেন— ‘লাইলাতুল কাদরী খায়রুম মিন আলফি শাহর’, অর্থাৎ কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম।"

কবরস্থানে বিশেষ দোয়া ও মুসলিম নারীদের ইবাদত

শ্রীনগরের বিভিন্ন কবরস্থানে কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আত্মীয়-স্বজনরা একত্রিত হয়ে আপনজনদের কবর জিয়ারত করেন ও তাদের রুহের শান্তি কামনা করেন।

এছাড়া, মুসলিম নারীরা বাড়িতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল ও দোয়া-ইস্তিগফারের মাধ্যমে শবে কদরের রাত পালন করেন।

বিশ্ব শান্তি ও দেশের জন্য বিশেষ মোনাজাত

শবে কদরের বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি, ব্যক্তিগত ও পারিবারিক শান্তির জন্যও দোয়া করা হয়। যাদের পিতা-মাতা ইন্তেকাল করেছেন, তাদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

শ্রীনগরসহ সারাদেশের মুসলমানরা গভীর শ্রদ্ধা ও আত্মশুদ্ধির মাধ্যমে শবে কদর পালন করায় ঈদের আনন্দের আগমনী বার্তা আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়