শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০০:০০

এমন আত্মহত্যা রোধের উপায় কী?

অনলাইন ডেস্ক
এমন আত্মহত্যা রোধের উপায় কী?

ফরিদগঞ্জে মায়ের সাথে অভিমান করে আরমান (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ২ জুলাই মঙ্গলবার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ করেছে পুলিশ। মৃত আরমান হোসেন সরখাল গ্রামের সৌদি প্রবাসী জাকির হোসেনের ছেলে। আরমানের মা হালিমা বেগম বলেন, আমাদের গ্রামের বাড়ি বসবাসের উপযোগী না হওয়ায় আরমানকে নিয়ে বালিথুবা বাজারে ফারুক ডাক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছি। সেখানে থেকেই আরমান স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাস করেছে। আরমান গত ক’দিন যাবৎ বায়না ধরেছে তাকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্যে, নাহলে সে আর পড়াশোনা করবে না। মোটরসাইকেল পেলে সে সঙ্গদোষে নষ্ট হয়ে যেতে পারে--এই ভয়ে তাকে আমরা মোটরসাইকেল কিনে দিইনি। পরে সে নিজের শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি আমি টের পেয়ে তাকে সিলিংফ্যান থেকে নামিয়ে স্থানীয়দের সহায়তায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বুধবার (৩ জুলাই) দুপুরে ফরিদগঞ্জ থানার এসআই ইসলাইল হোসেন বলেন, খবর পেয়ে আরমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আরমানের মা হালিমা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মোটরসাইকেল কিনে না দেয়ার কারণে কিশোর-তরুণের যতো না আত্মহত্যার ঘটনা ঘটে, তারচে' বেশি কিশোরী-তরুণী আত্মহত্যা করে এন্ড্রয়েড মোবাইল ফোন সেট কিনে না দেয়ার কারণে। বিশেষ করে প্রবাসীর সন্তানরা এমন আত্মহত্যা করে থাকে। এমন আত্মহত্যার ঘটনা কমানোর উপায় যে কেবল চাওয়া মাত্র মোটরসাইকেল ও এন্ড্রয়েড মোবাইল ফোন সেট কিনে দেয়ার মধ্যেই নিহিত আছে, তা কিন্তু নয়। বর্তমান সমাজবাস্তবতায় এর বিবিধ কারণ ও তার বিপরীতে উপায় অনুসন্ধানের জন্যে সমাজবিজ্ঞানী কিংবা অন্য যে কোনো গবেষকের গবেষণা চালানোটা সময়ের দাবিতে পরিণত হয়েছে। এ বিষয়টি নিয়ে সভা-সেমিনার করার প্রয়োজনীয়তাও রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়