শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০০:০০

‘আপনি আচরি ধর্ম শিখাও অপরে’

অনলাইন ডেস্ক
‘আপনি আচরি ধর্ম শিখাও অপরে’

আমাদের দেশের আমলা, রাজনীতিবিদ, নেতৃস্থানীয় ব্যক্তি ও বুদ্ধিজীবীরা বক্তৃতাণ্ডবিবৃতিতে ও লেখালেখিতে অনেক সুন্দর সুন্দর কথার সমাহার ঘটান। কিন্তু অনেকের ব্যক্তিজীবনে সেসব সুন্দরের দেখা পাওয়া যায় না। তাদের অবস্থা 'আপনি আচরি ধর্ম শিখাও অপরে'র মতো নয়। সেজন্যে তাদের কথা ও লেখার সুফল প্রত্যাশা অনুযায়ী মিলে না। এ ব্যাপারে কথা বলার লোক কম। সেই কম লোকদের একজন হচ্ছেন হাইমচরের বাসিন্দা, সরকারের সাবেক যুগ্ম সচিব ড. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, আপনি যা কিছুই করেন না কেন সবার আগে আপনাকে ভালো মানুষ হতে হবে। আপনি অনেক ভালো কাজ করেন, কিন্তু আপনি নিজে ভালো না, আপনার মন উদার না, তাহলে এ ভালো কাজে হয়তো কিছু মানুষ উপকৃত হবে, কিন্তু সমাজ পরিবর্তন হবে না। সমাজের জন্যে মানুষের জন্যে ভালো কিছু করতে হলে নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে। শুধু অবকাঠামোগত উন্নয়নের পিছনে সময় এবং অর্থ ব্যয় করলে হবে না। সেই সাথে মানুষের আত্মিক, নীতি-নৈতিকতা উন্নয়নে কাজ করতে হবে। দিন দিন সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। ফরিদগঞ্জে ‘বন্ধন-১২’-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ড. শাহাদাত হোসেন। ১৯ জুন বুধবার ফরিদগঞ্জ উপজেলার ১২নং চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর এস.জে.এম. উচ্চ বিদ্যালয় মিলনায়তন অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বন্ধন -১২’-এর আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এস.এম. মফিজুর রহমান।

সরকারে থেকে এবং সরকারের বাইরে এসে লব্ধ অভিজ্ঞতায় ড. শাহাদাত হোসেনের ব্যক্তিগত শুদ্ধাচার বিষয়ে যে অকপট উচ্চারণ, তা সময়োচিত। ক্ষুদ্র ফোরামে তাঁর এই উচ্চারণ অন্যকে বড়ো ফোরামে কথা বলতে উদ্দীপ্ত করতে পারে বলে আমরা মনে করি। অবকাঠামোগত উন্নয়নকে টেকসই করতে হলে আত্মিক/নৈতিক উন্নয়নে ‘আপনি আচরি ধর্ম শিখাও অপরে’র বিকল্প নেই। নৈতিক অবক্ষয়ে দুর্নীতির রাহুগ্রাসে কবলিত সমাজ-বাস্তবতায় ডক্টরেট ডিগ্রিধারী সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা ক'জনের অবস্থা দেখে বলতে ইচ্ছা করছে, শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি নিয়েই কেবল ভালো মানুষ হওয়া যায় না, ভালো মানুষ হতে হলে ব্যক্তি জীবনে শুদ্ধাচার লালন বা চর্চা করতে হয়। আমাদের দেশে উন্নয়ন যা হয়েছে, তা একেবারে কম নয়। এখন দেশের সরকার ও জনগণকে নৈতিকতার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ব্যাপারে হতে হবে একাত্ম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়