প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০
ইলিশ নিয়ে জেলা পুলিশের সময়োচিত সতর্কতা প্রচার

গত বছর চতুরঙ্গের ইলিশ উৎসবে এসে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) তাঁর বক্তৃতায় অনলাইনে চাঁদপুরের সুস্বাদু ইলিশ বিক্রি নিয়ে প্রতারকরা যা করে তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রতারকদের প্রতারণায় ইলিশের বাড়ি চাঁদপুরের ইলিশের বদনাম হচ্ছে এবং এখানকার ইলিশের সুখ্যাতি ম্লান হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, তিনি চাঁদপুরে যোগদানের পর ইলিশ-প্রতারকদের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ পেয়েছেন। এমতাবস্থায় এসব প্রতারকের বিরুদ্ধে কিছু করা কিংবা ক্রেতাদের সতর্ক করার বিষয়টি জেলা পুলিশের জন্যে অনিবার্য হয়ে পড়েছে।
সেই অনিবার্যতা পূরণে অতি সম্প্রতি চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ‘অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারক হতে সাবধান!’ শিরোনামে প্রচারণা শুরু করা হয়েছে। এ ব্যাপারে গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদে লিখা হয়েছে যে, ইলিশ বিক্রির নামে ফেসবুক পেজের মাধ্যমে দেশি-বিদেশি ইলিশ ক্রেতাদের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে, তাজা ইলিশের ছবি দিয়ে, বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ইলিশ মাছ ও ইলিশের ডিম বিক্রির কথা বলে অগ্রিম টাকা নিয়ে ক্রেতাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। এমন সব অভিযোগ পুলিশ অনুসন্ধান করে জানতে পারে যে, এসব ফেসবুক পেজ চাঁদপুর থেকে পরিচালিত নয়। আর যেসব পেজ চাঁদপুরের ব্যবসায়ীরা চালান, জেলা পুলিশ তার একটি তালিকা তৈরি করে। এই পেজগুলো থেকে কেউ প্রতারণার শিকার হয়ে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় জেলা পুলিশ। চাঁদপুর কণ্ঠের সংবাদে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সদস্যদের আওতায় অনলাইনভিত্তিক ইলিশ ব্যবসায়ীদের ফেসবুক পেজের তালিকা উল্লেখ করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার তালিকা বহির্ভূত অন্যান্য অনলাইন পেজ থেকে ক্রেতাদের ইলিশ কেনার বিষয়ে প্রতারণা নিয়ে সতর্ক থাকা এবং এ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে জেলা পুলিশের হটলাইন নাম্বারে (০১৩২০১১৬৮৯৮) যোগাযোগের পরামর্শ দিয়েছেন। আমরা ইলিশ ক্রয়ে প্রতারণা ঠেকাতে জেলা পুলিশের পক্ষ থেকে সতর্ক করার পদক্ষেপকে সময়োচিত বলে মনে করছি এবং পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। অতীতে যে কাজটি জেলা পুলিশ কখনো করে নি, সে কাজটি করে পুলিশ যে জনবান্ধব ও জনকল্যাণে যে কোনো পদক্ষেপ গ্রহণে আন্তরিক, সেটা ভালোভাবেই প্রমাণ করলো।