প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
বৃক্ষরোপণ : ছবি ও সংবাদ বনাম পরিচর্যা

পরিবেশের রুদ্রমূর্তির কারণে পরিবেশ বাঁচাতে বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী গাছের চারা রোপণের কর্মসূচি ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে চাঁদপুর জেলা ছাত্রলীগ তাদের অধীনস্থ সকল ইউনিটকে নির্দেশ দিয়েছে গাছের চারা রোপণ করার। জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন নিজেও বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণ করেন। এই নির্দেশনার অংশ হিসেবে চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ আরাফাত সানির উদ্যোগে চাঁদপুর শহরে গাছের চারা রোপণ করা হয়। গত মঙ্গলবার শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশে আরাফাত সানি তার নেতা-কর্মীদের নিয়ে গাছের চারা রোপণ করেন। তারা গাছের চারা রোপণ করে তার পরিচর্যাও করেন। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগের এই নেতা।
আমরা দেশব্যাপী ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগের প্রশংসা করছি এবং উদ্যোগটি তীব্র দাবদাহের মধ্যে বৃষ্টিহীনতার মধ্যে কার্যকর করা কঠিন হবে বলে মনে করছি। গাছের চারা লাগিয়ে ছবি তুলে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশনের ব্যবস্থা করে ছাত্রলীগ কিছুটা হলেও এখন আলোচনায়। এভাবে প্রতিবছর বৃক্ষরোপণ মৌসুমে গাছের চারা লাগিয়ে আরো অনেক সংগঠন ও ব্যক্তি ছবি-সংবাদে নিজেকে/নিজেদেরকে তুলে ধরার প্রয়াস চালান। বস্তুত গাছের চারা লাগানো, ছবি তোলা ও সংবাদেই অধিকাংশ উদ্যোক্তা থেমে যান। পরিচর্যার বিষয়টি নিয়ে কেউ কম-বেশি ভাবেন না। এমন বাস্তবতায় চাঁদপুর শহর ছাত্রলীগ নেতা আরাফাত সানি রোপণকৃত গাছের চারার পরিচর্যা নিয়ে ভাবছেন ও কিছু করছেন জানতে পেরে ভালোই লেগেছে অনেকের। দেখার বিষয় এই পরিচর্যার সুফল কোনো গণমাধ্যমে আসে কিনা। চাঁদপুর জেলার কোনো একটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষাঙ্গনে গাছের চারা লাগিয়ে সেটার পরিচর্যায় ব্যতিক্রম কাজ করে গণমাধ্যমে সংবাদের উপজীব্য হয়েছেন। তেমনটি তরুণ ছাত্রলীগ নেতা আরাফাত সানিসহ আরো অনেকে হতে পারেন কিনা, সেটা নিয়ে সচেতন পর্যবেক্ষকরা অপেক্ষা করবেন নিশ্চয়।