রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

স্বতন্ত্রে ঝুঁকি ও অস্বস্তি থাকবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের!
অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপির ডাকা হরতাল সত্ত্বেও উৎসবমুখর পরিবেশে সারাদেশের ৩০০টি আসনে আগ্রহী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার দাখিলকারীর সংখ্যা ২ হাজার ৭শ’ ৪১জন। চাঁদপুরের পাঁচটি আসনে এই সংখ্যা ৪৩জন। প্রতিটি আসনে আওয়ামী লীগ ও অন্যান্য দল মনোনীত প্রার্থী ছাড়াও মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের এমন ক’জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যারা প্রভাবশালী, সাংগঠনিকভাবে শক্তিশালী ও আলোচিত।

২৬০-চাঁদপুর-১ (কচুয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি ড. মহীউদ্দীন খান আলমগীরের সাথে যৌথভাবে মনোনয়নপ্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান, সরকারের সাবেক সচিব মোঃ গোলাম হোসেন এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৬১-চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে সাবেক এমপি ও সাবেক মন্ত্রী, এবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসাইন (মায়া) চৌধুরীর বিপরীতে আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট শিল্পপতি ও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ২৬২-চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বর্তমান শিক্ষামন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তিনবারের এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনির বিপরীতে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, চাঁদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একবার পরাজিত ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে একবার বিজয়ী সাবেক এমপি ড. মোহাম্মদ সা‘মছুল হক ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ২৬৩-চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বর্তমান এমপি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহম্মদ শফিকুর রহমানের বিপরীতে এই আসনের সাবেক এমপি ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ২৬৪-চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পাঁচবারের এমপি, মুক্তিযুদ্ধকালীন ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমণ্ডএর বিপরীতে হাজীগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

চাঁদপুরের পাঁচটি আসনে উপরোল্লিখিত স্বতন্ত্র প্রার্থীরা যদি শেষ পর্যন্ত চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকেন, তাহলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা যে স্বস্তিতে থাকবেন না, সেটা অনেকটা হলফ করে বলা যায়। এমনকি কারো কারো বিজয় ঝুঁকিতে পড়বে অনেকাংশে, যেটা ভালোভাবে অনুমান করা যায়।

মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'দলের কারা কারা স্বতন্ত্র প্রার্থী হবেন--তা দল থেকে ঠিক করে দেয়া হবে। এটা ফ্রি স্টাইল হবে না। ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এর ভেতরে আমরা পরিবর্তন, সংশোধন করতে পারব। আমাদের কৌশলগত দিক থাকবে'। তাঁর এই বক্তব্যের পর স্বতন্ত্র প্রার্থী হতে প্রস্তুতি নেয়া আওয়ামী লীগ নেতারা সংযত হতে শুরু করেছেন। দৈনিক ইত্তেফাকে গতকাল প্রকাশিত সংবাদে লিখা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীরা যেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের জয়লাভে সমস্যা হয়ে না দাঁড়ায়, সেজন্যে স্বতন্ত্র প্রার্থীদেরও বাছাই করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেবে আওয়ামী লীগ। যদি তা-ই হয়, তাহলে দেশের অন্যান্য জেলার ব্যাপারে কিছু না বলে শুধু চাঁদপুর জেলার পাঁচটি আসনের ব্যাপারে বলবো, এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা স্বস্তিতে থাকবে এবং তাঁদের বিজয় ঝুঁকিহীন ও সহজ হবে। অন্যথায় অস্বস্তি ও ঝুঁকিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যদি শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীদের কাউকে কোনো আসনে বিজয়ী হতে দেখা যায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না বলে পর্যবেক্ষকদের অভিমত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়