রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০

গণমাধ্যমকে আড়ালে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন!
অনলাইন ডেস্ক

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা (সংশোধিত ২০২৩) থেকে জানা যায়, দেশের প্রতিটি মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি-শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানগণের স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সরকার প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ পালনের কর্মসূচি গ্রহণ করে আসছে। এই সপ্তাহকেন্দ্রিক উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি-শিক্ষক, শ্রেষ্ঠ মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং এসব প্রতিষ্ঠানের সেরা প্রধান শিক্ষক/অধ্যক্ষকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নির্বাচনের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া এই নীতিমালা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অধিক্ষেত্রভুক্ত উপরোল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের মাঝে সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কেরাত, হামদ্/নাত, বাংলা রচনা , ইংরেজি রচনা, ইংরেজি বক্তব্য, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক (একক), দেশাত্মবোধক গান, রবীন্দ্র ও নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোকসংগীত, দলভিত্তিক জারীগান, নির্ধারিত বক্তৃতা, উচ্চাঙ্গ নৃত্য, লোকনৃত্য, তাৎক্ষণিক অভিনয় ইভেন্টে চারটি গ্রুপে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়।

নিঃসন্দেহে জাতীয় শিক্ষা সপ্তাহ পালনে সরকারের পক্ষ থেকে গৃহীত কর্মসূচি সমূহ যথার্থ এমন পদক্ষেপ, যাতে প্রতিযোগিতার সুন্দর দিক রয়েছে এবং শিক্ষার মানোন্নয়নের প্রত্যক্ষ-পরোক্ষ উদ্দেশ্য নিহিত রয়েছে। দেশের অন্য কোথায় এই শিক্ষা সপ্তাহ পালনে গণমাধ্যমকে কতোটুকু সম্পৃক্ত করা হয়েছে জানি না, তবে চাঁদপুরে আড়াল করা হয়েছে। স্থানীয় বিশের অধিক দৈনিক সহ অন্যান্য পত্রিকা কর্তৃপক্ষকে লিখিত/ মৌখিক জানানো তো হয়ই নি, উপরন্তু চাঁদপুর প্রেসক্লাবকেও জানানো হয়নি বলে এই ক্লাবের সভাপতি জানিয়েছেন। সেই কারণে চাঁদপুর জেলার উপজেলা ও জেলা পর্যায়ে ব্যক্তি (শিক্ষক-শিক্ষার্থী)/ প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের খবর খণ্ডিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে। জাতীয় শিক্ষা সপ্তাহকেন্দ্রিক গণমাধ্যমকে আড়াল করার বিষয়টি কী কারণে করা হলো সেটা বোধগম্য নয়। অন্য অনেক কম গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি ই-মেইলে/ ডাকযোগে/ কুরিয়ার মারফত কিংবা বাহক মারফত হাতে হাতে পাওয়া গেলেও জাতীয় শিক্ষা সপ্তাহকেন্দ্রিক সেটি পাওয়া যায় নি। জানার ইচ্ছা, এমনটি কেনো এবং কী কারণে? জাতীয় শিক্ষা সপ্তাহ কি সাধারণ্যে ব্যাপক জানাজানিটা অকল্যাণকর? এই সপ্তাহে কারো শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি গণমাধ্যমে প্রচার পাওয়াটি কি সিদ্ধ নয়?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়