প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সুসন্তানরা প্রয়াত পিতা-মাতাকে নানাভাবে সম্মান জানায়, স্মরণ করে। এটা যেনো ‘স্মরণের আবরণে মরণেরে যত্নে ঢেকে রাখা’। কেউ পিতা-মাতার নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে, কেউ ফাউন্ডেশন গড়ে নানা জনকল্যাণমূলক কাজ করে, কেউ শিক্ষাবৃত্তি প্রবর্তন করে, কেউ স্মারকগ্রন্থ প্রকাশ করে ইত্যাদি ইত্যাদি।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে গত ২২ ফেব্রুয়ারি বুধবার। মহিলা কলেজের অডিটোরিয়ামে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং অনার্স ১ম বর্ষ নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই দুটি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তিদাতা মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ রফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নারী শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার জন্য বৃত্তি প্রদানকারী পরিবারকে ধন্যবাদ জানান। বৃত্তিদাতা রফিকুর রহমান এই বৃত্তি প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের ভূয়সী প্রশংসা করেন। তাঁর মরহুম পিতা-মাতার নামে প্রবর্তিত এই বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতে বৃত্তির সংখ্যা আরো বৃদ্ধি করবেন বলে আশাবাদ ব্যক্ত করন।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বৃত্তিদাতাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই বৃত্তি অত্র কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার প্রতিযোগিতা বৃদ্ধি করেছে। এই প্রতিযোগিতার ফলে ভবিষ্যতে অত্র কলেজের শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করে কলেজের সুনাম বৃদ্ধির পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
এই যে দুটি শিক্ষাবৃত্তি চাঁদপুর সরকারি মহিলা কলেজে প্রবর্তন করলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী রফিকুর রহমান, তার কার্যকারিতা অধ্যক্ষ মহোদয়ের বক্তব্যেই ফুটে উঠেছে। সেজন্যে রফিকুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা অবশ্যই তৃপ্তিবোধ করছেন। তাই বৃত্তির আওতা বাড়ানো ও ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার তাঁর বক্তব্যে ফুটে উঠেছে। এজন্যে তাঁকে ধন্যবাদ।