সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

এমন ব্যতিক্রমী উদ্যোগ অনেক কাজ দেবে
অনলাইন ডেস্ক

আমাদের সমাজে যে কোনো সংগঠনের কাজে গতানুগতিকতা হচ্ছে অতি সাধারণ দৃশ্যপট। সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিষ্ঠাবার্ষিকী পালনে কেক কাটা, র্যালি, মধ্যাহ্ন বা নৈশভোজ, বার্ষিক আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার বিতরণ, খাদ্য বিতরণ ইত্যাদি কর্মসূচিই পালন করে। এই কর্মসূচি পালনে একটা বৃত্ত থেকে বেরিয়েই যেনো আসতে পারে না সংগঠনগুলো। নামসর্বস্ব কিছু কাজ করে ছবি তুলতে পারলেই হলো, তারপর আত্মতুষ্টিতে সংগঠনের নেতারা আয়েসী ভূমিকাতেই লিপ্ত হয়। এমনটির বিপরীতে বিরলভাবে দেখা মিলে নগণ্য সংখ্যক কিছু সংগঠনের, যারা কথার চেয়ে কাজে বিশ্বাসী তো বটেই, আবার ব্যতিক্রম কিছু করার তাগিদেও ভোগে। এমন একটি সংগঠনই হচ্ছে হিউম্যানিটিস অর্গানাইজেশন, যেটি মতলব দক্ষিণের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতোমধ্যে হয়েছে বেশ আলোচিত।

শনিবার চাঁদপুর কণ্ঠে সংগঠনটিকে নিয়ে ‘হিউম্যানিটিস অর্গানাইজেশনের ব্যতিক্রমী উদ্যোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যাতে মুহাম্মদ আরিফ বিল্লাহ লিখেছেন, মতলব দক্ষিণ উপজেলার সামাজিক স্বেচ্ছসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশন সামাজিক অবক্ষয় রোধ করে মূল্যবোধ সমুন্নত রাখতে বদ্ধপরিকর। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গতানুতিক কর্মধারা থেকে বের হয়ে সৃষ্টিশীল কিছু করার চেষ্টা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ৪ জন গৃহবধূকে উত্তম পরিবার গঠনে বিশেষ অবদান রাখা এবং সামাজিক নিয়ম শৃঙ্খলাবোধ মেনে সুশীল সমাজে আবদ্ধ থাকায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করে। গত ১ ফেব্রুয়ারি বিকেলে নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হাজী বাড়িতে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড প্রবাসী এবং আয়ারল্যান্ড সরকারের কোর্ট কমিশনার গোবিন্দপুর গ্রামের কৃতী সন্তান মোঃ ইউসুফ জুনাব আলী।

সম্মাননা প্রাপ্ত গৃহবধূগণ গত ৭ থেকে ২১ বছরের মধ্যে এই গ্রামের গৃহবধূ হিসেবে এসে পারিবারিক বন্ধন অটুট রাখা, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা ও যথাযথভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করা, সন্তান প্রতিপালনে সচেষ্ট থাকা এবং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

হিউম্যানিটিস অর্গানাইজেশন নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে সম্মাননার জন্যে গৃহবধূদের মনোনীত করে। চারদিকে যখন পারিবারিক অশান্তির খবর পাওয়া যাচ্ছে তখন এ ধরনের উদ্যোগ ভালো পরিবার গঠনে গৃহবধূদের স্বীকৃতি প্রদানের বহিঃপ্রকাশ বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ। হিউম্যানিটিস অর্গানাইজেশনের সভাপতি মোঃ ফরহাদ আহমেদ আলী টেকসই সামাজিক উন্নয়ন বজায় রাখতে এ ধরনের কার্যক্রম প্রতিবছর করে যাবেন বলে ঘোষণা দেন।

আমাদের সমাজে এখন বিবাহিত নারীরা কোনো উপলক্ষে বা সুযোগে একত্রিত হলেই বেশিরভাগ সময়ই উচ্চারিত হয় শ্বশুর-শাশুড়ির বদনাম, স্বামীর বদনাম, স্বামীকে কে কতোটুকু বশে আনতে পেরেছে তার গল্প, বিত্ত-বৈভব ও বিলাসিতার বিবরণ ইত্যাদি ইত্যাদি। নারীদের আড্ডায় স্বামী-সংসার, শ্বশুরের পরিবারের জন্যে কে কতোটুকু ত্যাগ শিকার করেছেন তথা কার কতোটুকু আত্মনিবেদন সেটা নিয়ে আলোচনা হয় না বললেই চলে। এটা কিন্তু সামাজিক অবক্ষয়ের অন্যতম লক্ষণ। এমন কঠিন বাস্তবতায় মতলবের হিউম্যানিটিস অর্গানাইজেশন সামাজিক উন্নয়নের জন্যে ব্যতিক্রমী নয়, অতি প্রয়োজনীয় পদক্ষেপই গ্রহণ করেছেন, যেটা আসলে অনেক কাজ দেবে। আমরা এ সংগঠনটির টেকসই অস্তিত্ব প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়