সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

স্থায়ী সনদে ড্যাফোডিলের গতিশীলতা বাড়ুক
অনলাইন ডেস্ক

শুক্রবার চাঁদপুর কণ্ঠে প্রকাশিত ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী সনদ অর্জন’ শীর্ষক সংবাদটি চাঁদপুর জেলাবাসীকে অনেক আনন্দিত করেছে। কারণ, এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. সবুর খান চাঁদপুর জেলার কৃতী সন্তান, যাঁর উদ্ভাবনী চিন্তা-চেতনায় এবং দূরদর্শিতায় শুধু তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহই এগিয়ে যাচ্ছে না, দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রেও কাজ দিচ্ছে। তাঁর সৃজনশীলতার যে সৌরভ, তাতে চাঁদপুরবাসী কম-বেশি গৌরববোধ না করে পারে না।

সংবাদটি থেকে জানা যায়, শিক্ষার পরিবেশ, গুণগত মান, শিক্ষা প্রদান সংক্রান্ত সকল কর্মক্ষমতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শর্ত পূরণসহ সার্বিক বিষয় মূল্যায়ন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে স্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সনদপত্র প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে বিষয়টি বিশ্ববিদ্যালয়কে অবহিত করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতামত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ১০ ধারা মোতাবেক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য এই সনদপত্র প্রদান করা হয়।

২০০২ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ২১ বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমস্ত নিয়মণ্ডকানুন ও নির্দেশিকা অনুসরণ করে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত দুই বছর যাবৎ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুনঃপুনঃ পরিদর্শন ও পরামর্শ সাপেক্ষে এ মতামত প্রদান করে। ২০০২ সালে পথচলা শুরু করা বিশ্ববিদ্যালয় ডিআইইউ ২১ বছর শেষে ৫টি অনুষদে যুগোপযোগী ২৫টি বিভাগে ২০ হাজারের অধিক শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়ের ৫০ হাজারের অধিক প্রাক্তন শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে সগর্বে নিজেদের মেধার পরিচয় দিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস্ চ্যাম্পিয়নশীপের সর্বশেষ আসরে সারা দেশের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

উল্লেখ্য, দেশের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাসা স্পোর্টস এপস্ চ্যাম্পিয়নশীপে এ বিশ্ববিদ্যালয়ের টিম ডায়মন্ডস গ্লোবালী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে গড়ে ওঠা সুবিশাল সবুজ ক্যাম্পাস আজ দেশ ও দেশের বাইরেও অর্জন করেছে সৌন্দর্যের খ্যাতি। আর এই খ্যাতির পাশাপাশি রয়েছে গুণগত মানসম্পন্ন শিক্ষা, সৃজনশীল কার্যক্রম সম্প্রসারণে প্রায় পাঁচ শতাধিক বৈদেশিক বিশ্বদ্যিালয়ের সাথে পারস্পরিক শিক্ষা বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক। এছাড়া শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে রয়েছে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’, ‘গো-এডু’, ব্লেন্ডেড লার্নিং সেন্টার, উদ্যোক্তা উন্নয়ন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ ডেভেলপমেন্ট, সাসটেইনেবল ডেভেলপমেন্ট (এসডিজি), ইনোভেশন ল্যাবসহ অটোমেশন ও অনলাইন সুবিধা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার শিক্ষার মান, গবেষণার আন্তর্জাতিক মান (প্রকাশনা এবং উদ্ধৃতি), স্নাতকদের কর্মসংস্থান, বিশ্বমানের শিক্ষাদান এবং শিক্ষার পরিবেশ ইত্যাদির ক্ষেত্রে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছে। এর মধ্যে টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাংকিং, কিউএস ওয়ার্ল্ড র‌্যাংকিং র‌্যাংকিং, ইউ আই গ্রীন ম্যাট্রিক্স র‌্যাংকিং, নেচার জার্নাল, সায়েন্টিফিক রিসার্চ, স্কোপাস ইনেডেক্সেও এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে মর্যাদাপূর্ণ অবস্থান। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক পর্যায়ে এইউএপি, আইএইউপি, গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশীপ নেটওয়ার্ক, ওইসিডি, ইউএনডিপি (ফিউচার নেশন) সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থায়ী সনদ লাভ করায় এর প্রতিষ্ঠাতা ড. সবুর খানসহ সংশ্লিষ্ট অন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের বিশ্বাস, এই সনদ প্রাপ্তিতে এই প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রমে অপূর্ব গতিশীলতা আসবে। এর ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ক্রমশ এটি শ্রেষ্ঠত্ব অর্জনের দিকেই অগ্রসর হবে। আমরা আশা করি, সেদিন বেশি দূরে নয়, যেদিন এ বিশ্ববিদ্যালয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়