প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০

আজ থেকে ৯৯ বছর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে মার্গারেট অলিভার গোল্ডিং নামে এক রোটারিয়ানের স্ত্রী ইনার হুইল নামে যে নারী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, সেটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ নারী সংগঠন হিসেবে বহুল পরিচিত। গোল্ডিং তাঁর ইনার হুইল প্রতিষ্ঠার মাত্র ১৫ বছর পর ১৯৩৯ সালে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়লেও অর্জন করেছেন অমরত্ব। কেননা বিশ্বের ১০৪টি দেশে এক লাখ ৮ হাজারের অধিক নারী এ সংগঠনটির সাথে এখন জড়িত, যারা তাঁর নামটির সাথে পরিচিত না হয়ে পারে না।। এ সংগঠনটির মূলমন্ত্র হচ্ছে সেবার মাধ্যমে বন্ধুত্ব। এ সংগঠনটি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে সদস্যদের অনুদানে নারী ও শিশুদের কল্যাণে নানা সেবামূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
ম্যানচেস্টারে ইনার হুইল প্রতিষ্ঠার ৮৭ বছর পর ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি চাঁদপুরে প্রতিষ্ঠা লাভ করে ইনার হুইল ক্লাব। যেটির নাম চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব। এটি প্রতিষ্ঠায় মূল উদ্যোক্তা হিসেবে কাজ করেন একজন রোটারিয়ান, যাঁর নাম প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন। তিনি ২০১০ সালের ১ জুলাই থেকে ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর ক্লাবের স্পন্সরে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব প্রতিষ্ঠার প্রচেষ্টায় সফল হন।
প্রকৌশলী দেলোয়ারের আগে চাঁদপুরে ইনার হুইল ক্লাব প্রতিষ্ঠার প্রয়াস চালানো হয়েছিলো, তবে সেটা জোরালো ছিলো না। প্রকৌশলী দেলোয়ার তাঁর স্ত্রী ফাতেমা হোসেন লাভলীকে চার্টার প্রেসিডেন্ট তথা প্রতিষ্ঠাতা সভাপতি এবং চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবে তাঁর রানিং মেট (সম্পাদক) প্রকৌশলী আলমগীর পাটোয়ারীর স্ত্রী মরিয়ম আক্তার মুক্তাকে চার্টার সেক্রেটারী তথা প্রতিষ্ঠাতা সম্পাদক করে দশের অধিক সদস্য নিয়ে ক্লাবটি প্রতিষ্ঠা করেন। নিজেদের রোটারী ক্লাবের নামের সাথে সাজুয্য রেখে এই ক্লাবটির নামকরণ করেন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব। তিক্ত হলেও সত্য, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব এই ইনার হুইল ক্লাবকে স্পন্সর করলেও পরবর্তীতে এই রোটারী ক্লাবের অন্য কোনো সদস্যের স্ত্রী নেতৃত্বগ্রহণে আর রাজি হননি। অগত্যা চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের স্পন্সরকারী ক্লাব চাঁদপুর রোটারী ক্লাবের সদস্যদের স্ত্রীদের মধ্যে কেউ এই ক্লাবের নেতৃত্বে আসেন কিনা সেই প্রয়াস চালান প্রকৌশলী দেলোয়ার। এতে তিনি সফল হন। তিনি চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতির দায়িত্ব থাকাকালীন তাঁর অনুজপ্রতিম কাজী শাহাদাত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি। তিনি কাজী শাহাদাতের স্ত্রী মাহমুদা খানমকে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের দ্বিতীয় মেয়াদে অর্থাৎ ২০১২-১৩ বর্ষে সভাপতির দায়িত্বগ্রহণে উদ্দীপ্ত করেন। সে মতে মাহমুদা খানম শুধু ওই এক বছরই নয়, ২০১৫-১৬, ২০২১-২২ ও ২০২২-২৩ বর্ষ অর্থাৎ সব মিলিয়ে চার মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ গ্রহণ করেন। এ সুযোগে তার নিবেদিতপ্রাণ সাবেক সভাপতি ও সদস্যবৃন্দ এবং কিছু রোটারিয়ানের সহযোগিতায় তিনি যুগপূর্তি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেন এবং সফল হন।
গত ২৫ জানুয়ারি বুধবার ছিলো চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের যুগপূর্তি অনুষ্ঠান। এতে ইনার হুইল জেলা ৩২৮, বাংলাদেশ-এর চেয়ারম্যান শামছুন্নাহার হকসহ কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ আরো পাঁচজন কর্মকর্তা অংশ নেন। এ অনুষ্ঠানে ক্লাবের বর্তমান সকল সদস্য ও সাবেক নেতৃবৃন্দ অংশ নিলেও এই ক্লাব প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন অংশ নিতে পারেননি। কেননা তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বিজয়ী হলেও ২০২০ সালের ১৬ জুন অকাল মৃত্যুর কাছে পরাজয় বরণ করেন। সেই অনিবার্য কারণে তিনি ২৫ জানুয়ারির অনুষ্ঠানে ছবির অনেক বড় ফ্রেমে ও শ্রদ্ধাপূর্ণ স্মরণে থাকলেও সশরীরে ছিলেন না। চাঁদপুর সেন্ট্রাল হুইল ক্লাবের জন্যে বটবৃক্ষতুল্য এ মানুষটির অভাব সবাই অনুভব করছেন মর্মে মর্মে। সকলে এ অনুষ্ঠানটির মাধ্যমে চাঁদপুরে ইনার হুইল ক্লাবের স্থায়িত্বরক্ষায় নিরন্তর প্রয়াস চালাতে অঙ্গীকারাবদ্ধ হন। আমরাও সেবামূলক ধারাবাহিক কর্মকাণ্ডের মাধ্যমে এ সংগঠনটির অব্যাহত অগ্রযাত্রা প্রত্যাশা করছি।