সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ০০:০০

সুদিনে ফিরছে কমিউনিটি পুলিশিং
অনলাইন ডেস্ক

গত সোয়া দু বছরের অধিক সময় ধরে বিট পুলিশিং কার্যক্রমের তোড়জোড়ে চাঁদপুরে ২৩ বছর পূর্বে ১৯৯৯ সালের ২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালুকৃত কমিউনিটি পুলিশিং কার্যক্রম হোঁচট খাওয়ার উপক্রম হয়েছিলো। দুঃসময়ে এক পুলিশ কর্মকর্তা হুঙ্কার দিয়ে বলেছিলেন, চাঁদপুরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। বার বার কালীবাড়ি মোড়ের বিভিন্ন দোকানে চুরি হয়, এমন কমিউনিটি পুলিশ চালু রেখে কী লাভ? তাঁর এই হুঙ্কারের জবাবে জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তা পাল্টা বলেছিলেন, চাঁদপুর শহরবাসীর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ও জনপ্রিয় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আপনি বন্ধ করে দেখতে পারেন বিরূপ প্রতিক্রিয়াটা কী হয়। তারপর ওই পুলিশ কর্মকর্তা কোনোরূপ জরিপ বা পর্যবেক্ষণ চালিয়েছিলেন কিনা তা জানা না গেলেও তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রম বন্ধের সাহসী (!) উদ্যোগ আর নেননি।

বাংলাদেশের অন্যান্য স্থানে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম কোন্ পর্যায়ে রয়েছে সে বিষয়টি এড়িয়ে এ কথা বলা যায় যে, চাঁদপুরে মডেল হিসেবে স্বীকৃতি পাওয়া কমিউনিটি পুলিশিং কার্যক্রম গত ২৩ বছরের অধিক সময় ধরে চাঁদপুর শহরে টেকসই অবস্থায় নিজের অস্তিত্ব জানান দিয়ে চলছে। চাঁদপুরের সাবেক পুলিশ সুপার ও পরবর্তীতে আইজিপি এ.কে.এম. শহীদুল হক এবং চাঁদপুরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের হাত ধরে ২৩ বছর পূর্বে চালু হওয়া চাঁদপুরের কমিউনিটি পুলিশিং সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত পরিচর্যার অভাবে হোঁচট খেলেও মুখ থুবড়ে পড়ে নি, বরং অস্তিত্ব রক্ষায় প্রাণান্তকর প্রয়াস চালিয়েছে।

আগামী ২৯ অক্টোবর শনিবার সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে উদ্‌যাপিত হবে। এ দিবসটি উদ্‌যাপনে চাঁদপুরে যে ব্যাপক তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে, অতীতের ২-৩ বছরে তেমনটি লক্ষ্য করা যায় নি। এ দিবসটি উদ্‌যাপনে গত বুধবার ২৬ অক্টোবর পর্যন্ত পাঁচটি প্রস্তুতি সভা করা হয়েছে। সর্বশেষ সভাটি পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)-এর সভাপ্রধানে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সভায় তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম বেগবান থাকলে সমাজ থেকে অনেক অপরাধ দূর করা সম্ভব। এর জেলা, পৌর ও প্রতিটি অঞ্চল কমিটির কাজ আরো গতিশীল করতে হবে। তাহলে সাধারণ মানুষ বুঝবে যে, পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশও কাজ করছে।

হলফ করে বলছি, নবাগত আইজিপি মহোদয় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে জানেন এবং এর সৃষ্টির সাথে সংশ্লিষ্ট ছিলেন বলে অবশ্যই পছন্দ করেন। বোধকরি সেজন্যে কিংবা নিজস্ব তাগিদ থেকেই চাঁদপুরের বর্তমান পুলিশ সুপার কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীলতা প্রদানে আন্তরিক হয়েছেন, যেটি এ কার্যক্রমকে পূর্বের ন্যায় সুদিনে ফিরাবে বলে আমাদের বিশ্বাস। আগামী ২০২৩ সালের ২৫ আগস্ট চাঁদপুরের কমিউনিটি পুলিশিং কার্যক্রমের দুযুগ অর্থাৎ ২৪ বছর পূর্তির প্রাক্কালে এই সুদিনে ফিরানোর ইঙ্গিত আপাতত অনেক ইতিবাচক বলেই মনে হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়