মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ১৪:৫১

৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ যখন যেভাবে দেখবেন

স্টাফ রিপোর্টার
৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ যখন যেভাবে দেখবেন

আংশিক চন্দ্রগ্রহণ বা "ব্লাড মুন" দেখা যাবে শুক্রবার (১৯ নভেম্বর) দিনের দ্বিতীয়াংশে। এটি গত ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ যা বাংলাদেশের আকাশেও দৃশ্যমান হবে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে এবং সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে শেষ হবে।

আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যমতে, আকাশ পরিষ্কার থাকলে আংশিক চন্দ্রগ্রহণের শেষ অংশটুকু বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে। আংশিক গ্রহণ দুপুর ২টা ৩৪ মিনেটে সর্বোচ্চ সীমায় পৌঁছাবে, তখন চাঁদের প্রায় ৯৭% পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। যদিও বাংলাদেশে তখন সূর্য দৃশ্যমান থাকায় বাংলাদেশ থেকে দেখা যাবে না। কিন্তু শেষ বিকেলে দৃশ্যটি দেখা যাবে দেশের যে কোন প্রান্ত থেকে।

চাঁদপুরসহ চট্টগ্রামে বিকেল ৫টা ১০ মিনিটে দেখা যাবে চন্দ্রগ্রহণটি। এছাড়াও ঢাকায় বিকাল ৫টা ১৩ মিনিটে, ময়মনসিংহে বিকাল ৫টা ১১ মিনিটে, সিলেটে বিকেল ৫টা ০৫ মিনিটে, খুলনায় বিকেল ৫টা ১৮ মিনিটে, বরিশালে বিকেল ৫টা ১৫ মিনিটে, বরিশালে বিকেল ৫টা ১৯ মিনিটে, রাজশাহী এবং রংপুরে বিকেল ৫টা ১৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।

এই বিশেষ আংশিক চন্দ্রগ্রহণটি ৩ ঘন্টা, ২৮ মিনিট ২৪ সেকেন্ড স্থায়ী হবে, যা ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ হবে। শেষবার এইরকম একটি চন্দ্রগ্রহণ ঘটেছিল ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি। জ্যোতির্বিজ্ঞানে উত্সাহীদেরকে অনুরূপ ঘটনা দেখার জন্য ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়