রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০৯:১০

২০২৩ সালে চন্দ্র ও সূর্যগ্রহণ হবে ৪টি

অনলাইন ডেস্ক
২০২৩ সালে চন্দ্র ও সূর্যগ্রহণ হবে ৪টি

দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। শেষ হতে চলেছে ২০২২ সাল। ২০২২ সালে কী কী ঘটেছে তা জানার পাশাপাশি নতুন বছর নিয়ে সকলেই উচ্ছ্বসিত। কবে কোন উৎসব পড়েছে এবং কবে কবে সূর্য ও চন্দ্রগ্রহণ ঘটবে, তা নিয়েও মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। জানুন ২০২৩ সালে কয়টি সূর্য ও চন্দ্রগ্রহণ হবে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৩ সালে মোট চারটি গ্রহণ ঘটবে। এর মধ্যে দুইটি সূর্যগ্রহণ এবং দুইটি চন্দ্রগ্রহণ।

২০২৩ সালে সূর্যগ্রহণের সময় বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২০ এপ্রিল, বৃহস্পতিবার। গ্রহণ শুরু হবে সকাল সাড়ে সাতটায়। শেষ হবে দুপুর ১টায়। এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে। বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ ঘটবে ১৪ অক্টোবর, শনিবার। এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না।

২০২৩ সালে চন্দ্রগ্রহণের সময় বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ৫ মে, শুক্রবার। গ্রহণ শুরু হবে রাত সোয়া নয়টায়। শেষ হবে রাত সোয়া একটায়। এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে। বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটবে ২৯ অক্টোবর, রবিবার। গ্রহণ শুরু হবে রাত ১টা ৩৬ মিনিটে। শেষ হবে রাত ২টা ৫২ মিনিটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়