প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ২০:৪৫
চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সভাপতি আবু হানিফের ইন্তেকাল
আজ বাদ জোহর পৌর পার্কে নামাজে জানাজা

চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সভাপতি, চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার নিশি বিল্ডিং খ্রিস্টান কবরস্থান এলাকার বাসিন্দা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাইম খানের পিতা আবু হানিফ ইন্তেকাল করেছেন।
|আরো খবর
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
জানা যায়, আবু হানিফ গত ১৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২ টায় চাঁদপুর শহরের মরহুম আ. করিম পাটোয়ারী বাড়ির সম্মুখ দিয়ে বাইসাইকেলযোগে পত্রিকা বিলি করার সময় বেপরোয়া গতির এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে কর্মরত চিকিৎসক তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাঁকে নিউরোলজি বিভাগে ভর্তি করানো হয়। এ বিভাগে ১৫দিন যাবত চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর চাঁদপুর পৌর পার্কে মরহুম আবু হানিফের জানাজা অনুষ্ঠিত হবে।
শোক
আবু হানিফের ইন্তেকালে চাঁদপুর কোর্ট স্টেশনস্থ পাটোয়ারী নিউজ পেপার এজেন্সি ও দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাপূর্বক শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।








