প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪
মৌলভীবাজারে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয়

মৌলভীবাজার জেলা জুড়ে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম জোরদার করা হয়েছে। সর্বস্তরের জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। জেলার সকল উপজেলায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়পূর্বক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
|আরো খবর
বৃহস্পতিবার মৌলভীবাজার সেনাবাহিনীর ক্যাম্পের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।