বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮

জেলা শিল্পকলায় ৮ দিনব্যাপী

সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক সমাপনীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক সমাপনীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুরে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করতে আয়োজন করা হয়েছিলো ৮ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব ২০২৫। ‘চাঁদপুর সাংস্কৃতিক অঙ্গনে’র উদ্যোগে আয়োজিত এ উৎসব শুরু হয়েছিলো গত ২০ জুন ২০২৫ (শুক্রবার) থেকে এবং চলে ২৭ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জমকালো পরিবেশনায় ভরে উঠেছিলো উৎসবমুখর পরিবেশ।

উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা, গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের পরিবেশনা। এতে অংশ নেয় জেলার শীর্ষস্থানীয় প্রায় ২৩টি সাংস্কৃতিক সংগঠন।

৮দিনব্যাপী এ সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ৫ সেপ্টেম্বর ২০২৫ চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে। এদিন অংশ নেয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা। তাদের অংশগ্রহণে নৃত্য ও গানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। এর মধ্যে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন পাঁচটি গানের সাথে নৃত্য পরিবেশন করে। বসন্ত বাতাসে, হৃদয় টুকরো, প্রথম বাংলাদেশ আমার শেষ, পলাশ ডাকা, সব সখিরে পার করিতে--এসব গানে দলীয় ও একক নৃত্য পরিবেশন করে নতুন কুঁড়ির শিল্পীরা।

এছাড়া চাঁদপুর মঞ্চ সাংস্কৃতিক সংগঠন, নৃত্যাঙ্গন, নৃত্যধারা, বহুবচন একাডেমি, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস), সপ্তরূপা নৃত্য শিক্ষালয়, হিলশা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, নৃত্যকথন, স্বদেশ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী, রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন, সারদা দেবী সংগীত নিকেতন, ফিউচার সাংস্কৃতিক সংগঠন, প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, উদীচী শিল্পী গোষ্ঠী, দোয়েল সাংস্কৃতিক সংগঠন, মেঘালয় সাংস্কৃতিক সংগঠন, রক্সি মিউজিক্যাল, রিভার সাইড কিন্ডারগার্টেন সাংস্কৃতিক বিভাগ, স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক সংগঠন, চাঁদপুর সাংস্কৃতিক কেন্দ্র ও চাঁদপুর শিশু একাডেমিও পরিবেশনা করে।

সমাপনী অনুষ্ঠানে মোট ৮টি সংগঠনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এগুলো হলো : নৃত্যকথন, নৃত্যাঙ্গন, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, বহুবচন একাডেমি, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস), সপ্তরূপা নৃত্য শিক্ষালয়, নৃত্যধারা ও হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ। এছাড়া বাকি ১৫টি সংগঠনকে সাধারণ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

সভাপতিত্ব করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ ২০২৫-এর আহ্বায়ক অ্যাড. নুরুল আমিন খান আকাশ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব পিএম বিল্লাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ ২০২৫-এর প্রধান সমন্বয়কারী অ্যাড. নুরুল হক কমল ও উৎসবের সার্বিক তত্ত্বাবধানে থাকা উদযাপন কমিটির চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়