বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭

শাহরাস্তির সাহেব বাজার জিয়া স্পোর্টিং ক্লাবের ভাটুনিখোলা রাস্তা সংস্কার

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
শাহরাস্তির সাহেব বাজার জিয়া স্পোর্টিং ক্লাবের ভাটুনিখোলা রাস্তা সংস্কার

শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ সাহেব বাজার জিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজীর ব্যক্তিগত সহযোগিতায় জনদুর্ভোগ লাঘবে ভাটুনিখোলা রাস্তা সংস্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার অর্থায়নে বেশ ক'বছর আগে রাস্তাটি পাকা করা হয়েছে। কিন্তু রাস্তার প্রবেশমুখ নিচু থাকায় এবং পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলে অতিবৃষ্টিতে পানি জমে রাস্তাটি নষ্ট হয়ে যায়। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা, এলাকার সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

জনদুর্ভোগ লাঘবে সাহেব বাজার জিয়া স্পোর্টিং ক্লাব এবং পৌর ছাত্রদলের সদস্যরা স্বেচ্ছায় শ্রম দিয়ে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তাদের এমন মানবিক কর্মকাণ্ড দেখে এলাকার মানুষ খুশি।

সাহেব বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়রা বলেন, ভালো কাজের মধ্য দিয়ে সমাজের ছোট ছোট অনেক কাজ করা সম্ভব। আগামীতেও তরুণ সমাজ ভালো কাজ করবে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে আসবে সেটাই প্রত্যাশা করছি। সকল ভাল কাজে সমাজের সচেতন মানুষ, শিক্ষক, সামাজিক নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ডাক্তারসহ সবাইকে এগিয়ে আসা উচিত।

রাস্তা সংস্কারের সাথে সম্পৃক্ত ছিলেন জিয়া স্পোর্টিং ক্লাব ও পৌর ছাত্রদল নেতা জাকারিয়া ফাহিম, গিয়াস উদ্দিন রাতুল, মাহমুদুল হাসান, শামিম আহমেদ, আরাফাত পাটোয়ারী, আনিসুর রহমান, ইসমাঈল হোসেনসহ পৌরসভা ছাত্রদলের নেতা-কর্মীরা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়