প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬
ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে পুরস্কার অর্জন করায় সংবর্ধিত
শ্রীনগরে নিজ গ্রামে সংবর্ধিত হলেন জসীম মোল্লা

ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জসীম মোল্লা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে পুরস্কার অর্জন করায় নিজ গ্রামে সংবর্ধিত হয়েছেন। গত ৩০ আগস্ট, শনিবার বিকেল ৫টায় শ্রীনগরের বাগবাড়ি ঈদগাহ মাঠে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদ ও এলাকাবাসীর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের উপদেষ্টা ও আজীবন দাতা সদস্য হাজী মো. এনায়েত হোসেন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মৃধা বাবু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের উপদেষ্টা অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, নারী ও শিশু অধিকার ফোরামের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হোসেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক রিমন হোসেন, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম বুলেটসহ স্থানীয় গুণীজন ও এলাকাবাসী।
সংবর্ধনা অনুষ্ঠানে জসীম মোল্লা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই পুরস্কার আমার কাজের প্রতি নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি, যা আমাকে আগামী দিনে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি মানুষের জন্য কাজ করেছি, আজীবন করেই যাবো।”
ডিসিকে/এমজেডএইচ