সোমবার, ২৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০১:৩০

চাঁদপুর শহরের ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের প্রবেশ পথে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি

শতবর্ষী কড়ই গাছ : ইতিহাসের নীরব সাক্ষী

কবির হোসেন মিজি
শতবর্ষী কড়ই গাছ : ইতিহাসের নীরব সাক্ষী

চাঁদপুর শহরের ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের প্রবেশ পথে রেললাইনের পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল কড়ই গাছ। যার বয়স শত বছরেরও বেশি বলে মনে করেন এলাকার প্রবীণরা।

গাছের কাণ্ড হয়েছে বেশ মোটা, ডালপালা হয়েছে বিস্তৃত, আর শিকড়ের টান যেন মিশে গেছে মাটির গভীর স্মৃতির সঙ্গে। ছোটবেলা থেকে অনেকেই গাছটিকে একই রূপে দেখে আসছেন—মোটা কাণ্ড আর চারদিকে ছড়িয়ে থাকা ডালপালা যেন ছায়া বিলিয়ে যায় পথচারীদের।

শুধু ছায়া নয়, এই গাছটি যেনো শহরের ইতিহাসেরও এক জীবন্ত সাক্ষী। প্রজন্মের পর প্রজন্ম ধরে রেললাইনের পাশ দিয়ে যাতায়াত করা মানুষের অবলম্বন হয়ে আছে এই শতবর্ষী কড়ই গাছ।

সময়ের সঙ্গে বদলেছে আশপাশের দৃশ্য, লতাপাতা আর গাছগাছালিতে ঢেকে গেছে তার পূর্বের সৌন্দর্য। কিন্তু ইতিহাসের নীরব সাক্ষী হয়ে ডালাপালা ছড়িয়ে গাছটি আজো দাঁড়িয়ে আছে একই রূপে অবিচল...!

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়