শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২৩:২১

সেফুদা জীবিত, মৃত্যুর ভুয়া খবরে বিভ্রান্তি: সংশোধনী প্রকাশ

অস্ট্রিয়া থেকে সরাসরি ভিডিও বার্তায় নিজেই জানালেন তিনি সুস্থ আছেন

মো. জাকির হোসেন
সেফুদা জীবিত, মৃত্যুর ভুয়া খবরে বিভ্রান্তি: সংশোধনী প্রকাশ
শাহ মো. উল্লাহ ওরফে সিফাত উল্লাহ সেফুদা

বিখ্যাত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব, সমালোচক এবং স্যাটায়ার নির্মাতা শাহ মো. উল্লাহ ওরফে সিফাত উল্লাহ সেফুদা মৃত্যুবরণ করেছেন—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেশের মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে এই সংবাদটি যে ভুয়া এবং ভিত্তিহীন, তা নিজেই পরিস্কার করেছেন সেফুদা।

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সন্ধ্যায় অস্ট্রিয়া থেকে ফেসবুক লাইভে এসে সেফুদা জানান, তিনি এখনো বেঁচে আছেন এবং সুস্থ আছেন। সেই ভিডিওতে তিনি হাসিমুখে বলেন, “আমি এখনো মরিনি ভাই, মরে গেলে তো আর কথা বলতাম না।”

আমাদের পত্রিকায় প্রকাশিত ‘সেফুদা আর নেই’ শিরোনামে পূর্বের প্রতিবেদনটি ভুল তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে, যা পরবর্তীতে সংশোধন করা হয়েছে। আমরা এই ভুলে বিভ্রান্তি তৈরি হওয়ায় পাঠক, শুভাকাঙ্ক্ষী ও সেফুদার পরিবার-ভক্তদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এ জাতীয় সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যতে আরও সতর্কতা ও যাচাই-বাছাই অবলম্বন করে রিপোর্ট প্রকাশ করা হবে। এ বিষয়ে ইতিমধ্যেই আমাদের সংবাদ বিভাগে অভ্যন্তরীণ পর্যালোচনার কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, বিভ্রান্তিকর তথ্য প্রথমে ছড়ায় কিছু অনলাইনভিত্তিক সোশ্যাল প্ল্যাটফর্মে, যেখানে দাবি করা হয় যে সেফুদা লাইভের পরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। কিন্তু পরবর্তীতে তাঁর স্বাভাবিক ভিডিও বার্তা পাওয়ার পর নিশ্চিত হওয়া যায়—এই তথ্য সম্পূর্ণ গুজব।

সংশ্লিষ্ট সংবাদ ইতিমধ্যেই আমাদের অনলাইন আর্কাইভ থেকে সরিয়ে ফেলা হয়েছে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়