শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১৪:৪৮

রামগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দু প্রার্থীর বাকযুদ্ধ।। বিভ্রান্তিতে সাধারণ মানুষ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।
রামগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দু প্রার্থীর বাকযুদ্ধ।। বিভ্রান্তিতে সাধারণ মানুষ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা দক্ষিণ বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ও ১২দলীয় জোটের মুখপাত্র বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের মধ্যকার ভাইরাল বাকযুদ্ধ এখন রামগঞ্জের মানুষের মুখে মুখে। তাদের দুজনের বক্তব্য নিয়ে রামগঞ্জের সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য যে, গত বুধবার (২২ অক্টোবর ২০২৫) রাতে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)-এর চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তার মাধ্যমে জানান, তিনি জোটের পক্ষে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে মনোনয়নের গ্রীন সিগনাল পেয়েছেন। এই দাবি করে তিনি বিএনপির দলীয় সকল পর্যায়ে নেতাকর্মীকে ধানের শীষের বিজয়ে কাজ করার আহ্বান জানান। অপরদিকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ফেসবুকে নিজস্ব আইডিতে আরেকটি ভিডিও বার্তায়

শাহাদাত হোসেন সেলিমের মনোনয়ন নিয়ে দলীয় গ্রীন সিগনালের দাবিটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও দলীয় নেতাকর্মীদেরকে বিভ্রান্তির অপপ্রয়াস দাবি করেন। হারুনুর রশিদ তাঁর দেওয়া ভিডিও বার্তায় আরো বলেন, বিএনপি যদি কাউকে মনোয়ন বা গ্রীন সিগনাল দেয়, তাহলে দলের কেন্দ্রীয় মিডিয়া সেল আছে, দল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রেস রিলিজের মাধ্যমে তা প্রকাশ করবে। শাহাদাত হোসেন সেলিমের দাবি তাঁর ব্যক্তিগত দাবি, তিনি সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদেরকে এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

এখন সাধারণ মানুষের প্রশ্ন, আমরা কার কথা বিশ্বাস করবো? রামগঞ্জে বিএনপিকে নিয়ে কী হচ্ছে?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়