বুধবার, ২৩ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সিরিজ জিতল বাংলাদেশ

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৪:৩৮

পালবাজারে পুরানো ছাদের ঢালাই ধসে পড়লো গোশতের দোকানে।। আহত মাছ ব্যবসায়ী

কবির হোসেন মিজি
পালবাজারে পুরানো ছাদের ঢালাই ধসে পড়লো গোশতের দোকানে।। আহত মাছ  ব্যবসায়ী

চাঁদপুর শহরের প্রসিদ্ধ পালবাজারে দীর্ঘদিনের পুরানো ছাদের একটি অংশ খসে পড়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বেলা প্রায় পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছাদের খসে পড়া ঢালাই গিয়ে পড়ে একটি গোশতের দোকানে, যেখানে শাহআলম নামে এক মাছ ব্যবসায়ী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার চলাকালে হঠাৎ বিকট শব্দে ছাদের একটি অংশ ভেঙ্গে দোকানের ওপর পড়ে যায়। এতে আশপাশের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত শাহআলমকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ব্যবসায়ীরা জানান, পালবাজারের ছাদটি বহু আগের তৈরি এবং দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রায় সময় ছাদ থেকে বিভিন্ন অংশ এ রকম খসে পড়ে। বিভিন্ন সময়ে ছাদের ফাটল ও ক্ষয় ধরা পড়লেও তেমন কোনো সংস্কার হয়নি। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা বাজার ব্যবস্থাপনা কমিটি ও পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে বড়ো ধরনের দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়