শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৯:৪৪

ফরিদগঞ্জে নুরুল ইসলাম বাবুলের জন্যে বিশেষ দোয়া

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে নুরুল ইসলাম বাবুলের জন্যে বিশেষ দোয়া

ফরিদগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রায় দেড়শ’ কোরআন শিক্ষা ও প্রাকপ্রাথমিক কেন্দ্রের শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাল বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) উপজেলা মডেল মসজিদে আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আশিকুর রহমানের সভাপতিত্বে দোয়াগির দোয়া চাইতে গিয়ে নুরুল ইসলাল বাবুলের রুহের মাগফেরাত কামনা করে বলেন, এই মহান ব্যক্তির প্রতিষ্ঠা করা পত্রিকা দৈনিক যুগান্তর ইসলামকে এগিয়ে নিতে সপ্তাহে দুদিন বিশেষ পাতা বরাদ্দ রেখেছে প্রথম থেকেই। যা পড়ে আমরা উপকৃত হচ্ছি। আশা করছি ইসলামের সৌন্দর্য বৃদ্ধিতে পত্রিকাটি আরো বেশি করে ইসলাম ও ধর্মীয় স্থাপনা বিষয়ক সংবাদ প্রকাশ করবে। এছাড়া দোয়ানুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত সকল শহীদদের জন্যেও বিশেষ দোয়া করা হয়। যুগান্তরের ফরিদগঞ্জ প্রতিনিধি এ সময় যুগান্তরের অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাও. মো. নুরুল্ল্যাহ, সাধারণ কেয়ারটেয়ার সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান, মো. মহসীন ও কাজী মো. আবু তাহের। এর আগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়