বুধবার, ১৬ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০০:৪৫

শ্রীনগর আড়িয়াল বিলে ভ্রাম্যমাণ অভিযানে চায়না দুয়াইর জব্দ

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগর আড়িয়াল বিলে ভ্রাম্যমাণ অভিযানে চায়না দুয়াইর জব্দ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে মৎস্য প্রজননের প্রধান অন্তরায় হিসেবে পরিচিত ‘চায়না দুয়াইর’ ও ভাসমান ভেজাল জাল উচ্ছেদে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।

মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে ১৪ জুলাই (সোমবার) সকাল থেকে আড়িয়াল বিলে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম। তার সঙ্গে সহায়তা করেন শ্রীনগর থানা পুলিশের একটি টিম।

অভিযানকালে বিল এলাকা থেকে ২৫টি ‘চায়না দুয়াইর’ ও ১০টি ভেজাল জাল জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিল অঞ্চলে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বর্ষাকালে মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই বর্ষা মৌসুমে জেলেদের সচেতন করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম।

অভিযান শেষে তিনি স্থানীয় জেলে সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বর্ষাকালে মৎস্য প্রজনন রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অভিযানকালে স্থানীয় জনগণ মৎস্য কর্মকর্তাদের সহযোগিতা করে এবং ভবিষ্যতে অবৈধ জাল ব্যবহার না করার অঙ্গীকার করে।

উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, আড়িয়াল বিলের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চলমান থাকবে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়