প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৮:৫৯
হেরার আলো
অনলাইন ডেস্ক
১১-সূরা হুদ
১২৩ আয়াত, ১০ রুকু, ‘মক্কী’
২৮। সে বলিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা আমাকে বল, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তাঁহার নিজ অনুগ্রহ হইতে দান করিয়া থাকেন, আর ইহা তোমাদের নিকট গোপন রাখা হইয়াছে, আমি কি এই বিষয়ে তোমাদিগকে বাধ্য করিতে পারি, যখন তোমরা ইহা অপসন্দ কর?