মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৭:৫২

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক আকাশ মিয়াজী

মো. নাছির উদ্দিন
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক আকাশ মিয়াজী

কচুয়া উপজেলার চাঁনপাড়া কেন্দ্রীয় বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক হলেন সচিবালয় বিটের সাংবাদিক মো. আকাশ মিয়াজী।

রোববার (৬ জুন ২০২৫) আগামী ২ বছরের জন্যে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

এর আগে দুবার তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। খুবই অল্প বয়স থেকে সাংবাদিক মো. আকাশ মিয়াজী সমাজের উন্নয়নমূলক কাজে বিশেষ ভূমিকা রেখে আসছেন।

মাত্র ২০ বছর বয়সে মো. আকাশ মিয়াজীকে চাঁনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বানান গ্রামবাসী। এর আগে এই মসজিদ পরিচালনা কমিটির ২ বার সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামের সাথে পালন করেন।

এদিকে মো. আকাশ মিয়াজী বলেন, মসজিদ হলো আল্লাহর ঘর, আমি নিজেকে মসজিদের একজন পরিচ্ছন্ন কর্মী ভাবি। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে, তিনি আমাকে অল্প বয়সে পবিত্র ওমরাহ হজ্ব পালন করার সুযোগ দিয়েছেন।

আমাকে তৃতীয় বারের মতো চাঁনপাড়া ঐতিহ্যবাহী কেন্দ্রীয় বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করায় গ্রামবাসীকে ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়