রবিবার, ২৫ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৮:৩৫

রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও নির্বাচনের সঠিক রোড ম্যাপ প্রসঙ্গ

রিয়াদে জিসাসের আলোচনা সভা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
রিয়াদে জিসাসের আলোচনা সভা

রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও নির্বাচনের সঠিক রোড ম্যাপ চেয়ে সৌদি আরব পূর্বাঞ্চল জিয়া সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক কবি শাহীনুরের সভাপতিত্বে এবং কাজী আইয়ুব আলী ও শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন খান, পূর্বাঞ্চল যুবদলের সিনিয়র সহ-সভাপতি শওকত শিকদার, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাস। সভায় আব্দুল্লাহ আল মামুন, সোহরাব হোসেন লিটন, মাসুদ রানা, আবু সুফিয়ান বিপ্লব, অলিউর রহমান সহ জিয়া সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে হলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঐক্য বজায় রেখে এগিয়ে যেতে হবে।

দলের সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী দল-বিএনপির নেতা-কর্মীরা সে কথা ভুলে গেলে চলবে না। তাই আসুন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়