রবিবার, ২৫ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৫ মে ২০২৫, ০২:১১

প্রেমের বার্তা না মিউটেশন? হৃদপিণ্ড আকৃতির আম নিয়ে তোলপাড়!

আব্দুল মান্নান সিদ্দিকী
প্রেমের বার্তা না মিউটেশন? হৃদপিণ্ড আকৃতির আম নিয়ে তোলপাড়!
"হৃদপিণ্ড আকৃতির আম" ছবি :চাঁদপুর কন্ঠ

শ্রীনগরে আম গাছে হৃদপিণ্ড আকৃতির ফল! এলাকায় চাঞ্চল্য, দর্শনার্থীদের ভিড়

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাগড়া গ্রামের মুন্সি বাড়িতে দেখা মিলেছে এক ব্যতিক্রমধর্মী প্রাকৃতিক বিস্ময়ের। এক আমগাছে ধরেছে একটি আশ্চর্য আকৃতির আম,

যা দেখতে অবিকল মানুষের হৃদপিণ্ডের মতো।

এই ব্যতিক্রমী আমটি প্রথম আবিষ্কার করেন বাড়ির গৃহবধূ রোজিনা বেগম। প্রতিদিনকার মতো তিনি গাছ থেকে আম পাড়তে গিয়ে হঠাৎ চোখে পড়ে এই অদ্ভুত আকৃতির ফলটি। নিজের হাতে তুলেই বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন তিনি।

“প্রথমে ভেবেছিলাম পোকায় খেয়ে এমন হয়েছে, কিন্তু ভালোভাবে দেখার পর দেখি এটা একদম হৃদয়ের মতো।” — রোজিনা বেগম

খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভিড় জমে বাড়িতে। স্থানীয় লোকজন এই ব্যতিক্রমী আম দেখতে ভিড় করছেন রোজিনা বেগমের বাড়িতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার দোয়া করছেন।

আমটি এখন যেন এক দর্শনীয় বস্তুর রূপ নিয়েছে।

“এটা অলৌকিক কিছু। আমরা বিশ্বাস করি, এটা আল্লাহর এক বিশেষ নিদর্শন।” — স্থানীয় প্রবীণ

বিজ্ঞান কী বলে?

স্থানীয় কৃষি অফিসার মতিউর রহমান বলেন,

“এই ধরনের আকৃতি গঠনের পেছনে অপর্যাপ্ত পরাগায়ন, প্রাকৃতিক বিকৃতি কিংবা জেনেটিক মিউটেশন দায়ী হতে পারে।”

এটি অবশ্যই বিরল ও গবেষণাযোগ্য ঘটনা।

প্রকৃতির বার্তা? ভালোবাসার প্রতীক?

কেউ এটিকে প্রকৃতির পক্ষ থেকে ‘ভালোবাসার বার্তা’ বলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ভিড় করছেন মুন্সি বাড়িতে।

এ যেন হৃদয়ের ভাষায় প্রকৃতির এক উপহার।

“ফেসবুকে দেখে ছুটে এসেছি। সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করতাম না!” — দর্শনার্থী তরুণ

সংরক্ষণের উদ্যোগ

রোজিনা বেগমের পরিবার আমটি সংরক্ষণের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন এটি স্থানীয় জাদুঘর বা কৃষি গবেষণা প্রতিষ্ঠানে জমা দেয়া হোক।

এই ধরনের প্রাকৃতিক রত্নের সংরক্ষণ জরুরি।

শেষ কথা

শ্রীনগরের একটি গ্রামের ছোট্ট একটি বাড়িতে দেখা পাওয়া হৃদয়ের মতো একটি আম মুহূর্তেই হয়ে উঠেছে জাতীয় কৌতূহলের বিষয়।

প্রকৃতির এমন আশ্চর্য উপহার আমাদের মনে করিয়ে দেয়—প্রতিটি সৃষ্টি এক এক রহস্য।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়