রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৪

ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা ও স্মরণিকার মোড়ক উন্মোচন

হাকিকুল ইসলাম খোকন
ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা ও স্মরণিকার মোড়ক উন্মোচন

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) বিকেল ৪টায় জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান ও বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের উপদেষ্টা সৈয়দ দিদার বখত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. সৈয়দ নকীব মুসলিম, সাবেক সচিব, এ এফ এম সোলায়মান চৌধুরী, সাবেক জনপ্রশাসন সচিব, এনটিভি পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম, সাবেক অতিরিক্ত সচিব মোতাহার হোসেন, উইং কমান্ডার মীর অমিনুল ইসলাম (অব.), অধ্যাপক কর্নেল কাজী শরীফ উদ্দিন (অব.), লে. কর্নেল মহসিন আলী খান (অব.), পিএসসি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের আহ্বায়ক এমএম ইকবাল আলমগীর।বাপসনিউজকে এ সংবাদ দিয়েছেন সাংবাদিক মিজানুর রহমান।

ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের স্বাধীনতা সম্মননা-২০২৫ পেলেন যাঁরা : মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্যে এম এ জি ওসমানী, মুক্তিযুদ্ধকালীন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক- আজীবন সম্মাননা (মরণোত্তর), মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্যে লে. কর্নেল জাফর ইমাম বীর বিক্রম, মুক্তিযুদ্ধের দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক, সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে সৈয়দ দিদার বখত, সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী, সাহিত্য ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্যে বাংলাদেশের সাহিত্য ও চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র জহির রায়হান (মরণোত্তর), প্রশাসনে বিশেষ অবদানের জন্যে এ এফ এম সোলায়মান চৌধুরী, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ, পরিচালক এনটিভি, মুক্তিযুদ্ধে নির্যাতিত বীরাঙ্গনা নারীদের সেবাদান ও জনস্বাস্থ্যে বিশেষ অবদানের জন্যে ডা. হালিদা হানুম আখতার, সংগীতে বিশেষ অবদানের জন্যে জনপ্রিয় সংগীত শিল্পী আলম আরা মিনু, সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন, ফেনী ডেভেলমেন্ট কমিউনিটি (এফডিসি), হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র বিজ্ঞ আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার জিন্নুর রাইন চৌধুরী। এঁরা বিচারপতি ছিদ্দিকুর রহমানের হাত থেকে সংগঠনের মানবাধিকার সম্মাননা গ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে সৈয়দ দিদার বখত বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব স্বাধীনতা সম্মননা-২০২৫ আয়োজন এবং বর্ণিল স্মরণিকা প্রকাশ করেছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশর স্বাধীনতা, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত বাঙালি জাতির বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা। তিনি ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান ও বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া তাঁর বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫ প্রদান এবং বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন একটি প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের শাসন থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়। এই দিনটি মুক্তির প্রতীক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে প্রেরণার উৎস। মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবকে অনেক ধন্যবাদ স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ এম এ জি ওসমানী, মুক্তিযুদ্ধের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক, আজীবন সম্মাননা (মরণোত্তর) এবং মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্যে লে. কর্নেল জাফর ইমাম বীর বিক্রম, মুক্তিযুদ্ধের দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক কে ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব স্বাধীনতা সম্মাননা-২০২৫-এ ভূষিত করায়। আরও যারা সম্মাননা পাচ্ছেন সবাইকে অভিনন্দন, তাঁরা সকলেই গুণীজন ও আলোকিত মানুষ।

বিশেষ অতিথির বক্তব্যে ড. সৈয়দ নকীব মুসলিম বলেন, আফসোসের বিষয় হচ্ছে, যে আশা ও উদ্দীপনা নিয়ে আমাদের বীর সন্তানেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং স্বাধীনতা অর্জন করেছিলেন, আজও বাঙালিদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫ প্রদান অনুষ্ঠান দেশে এবং দেশের বাইরে সকল বাংলাদেশীদের স্বাধীনতা রক্ষার উদ্দীপনার এক মাইলফলক। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব কে ধন্যবাদ এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্যে।

এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, সমাজে শিক্ষিত লোকের ভূমিকা, ব্যক্তির শিক্ষায় সমাজের অবদান, সমাজের প্রতি শিক্ষিত লোকের দায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করতে আমাদের করণীয় অপরিসীম। আমি মনে করি, ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫ প্রদান অনুষ্ঠান এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ বলেন, ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫ প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার যুদ্ধে শহীদদের প্রতি যে সম্মান প্রর্দশন করা হয়েছে তা খুবই বিরল। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। ৫২-এর মহান ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচনসহ দীর্ঘ প্রায় ২৫ বছরের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে জাতি ১৯৭১ সালে এসে উপনীত হয়। পাকিস্তানের সামরিক স্বৈরশাসকের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন এক পর্যায়ে স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে পরিণত হয়। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের এই ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানাই।

ড. হামিদা খানম বলেন, ২৫ মার্চের কালরাত ছিলো বাঙালির জন্যে এক ভয়াবহ অধ্যায়, পাকিস্তানি শাসকগোষ্ঠী অপারেশন সার্চলাইট নামে এক নৃশংস অভিযান চালায়। ঢাকার রাস্তাঘাট, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, এবং টাকা বিশ্ববিদ্যালয় ছিলো এই হামলার প্রধান লক্ষ্য। হাজার হাজার নিরীহ বাঙালিকে হত্যা করা হয় বলে এই রাতেই বাঙালির মনে স্বাধীনতার চেতনা আরো দৃঢ় হয়। ২৫ মার্চের নৃশংসতার পর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসে, আমাদের স্বাধীনতা ও শহীদদের সম্মান রেখে ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রসংশনীয়। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব আগামীতে আরো এগিয়ে যাবে বলে আমার প্রত্যাশা।

মোতাহার হোসেন বলেন, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের স্বাধীনতা, এ স্বাধীনতা যুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদান ও ত্যাগের জন্যে আজ যাঁরা পুরস্কৃত হলেন তাঁদের প্রতি সম্মান জানাচ্ছি। সাংবাদিকরা রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ, তাদের ভূমিকা রাষ্ট্র গঠনে ও উন্নয়নে অনস্বীকার্য, তার জন্যে প্রয়োজন মত প্রকাশের স্বাধীনতা। ব্যক্তি ও সময় বদলালেও আমরা যে তিমিরে ছিলাম, সে তিমিরেই থেকে যাচ্ছি। এ অবস্থার উত্তরণ সময়ের দাবি। মত প্রকাশের স্বাধীনতা সব মিডিয়ায় জন্যে কাম্য, কোনোভাবেই নৈরাজ্যবাদ কাম্য নয়। আমি মনে করি, ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের আজকের এই অনুষ্ঠান সেই পথকে ত্বরান্বিত করবে। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবকে ধন্যবাদ এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।

উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম (অব.) মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব স্বাধীনতা সম্মাননা -২০২৫ যাঁরা পাচ্ছেন, তাঁরা সকলেই গুণীজন। সবাইকে অভিনন্দন। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানের সভাপতি ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের আহ্বায়ক এম. এম. ইকবাল আলমগীর তাঁর বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানীকে ( মরণোত্তর) ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব আজীবন স্বাধীনতা সম্মান পুরস্কার প্রদানের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানো হয়েছে। আজ যাঁরা পুরস্কার পেয়েছেন সবাই গুণীজন ও আলোকিত মানুষ। দেশের কল্যাণে তাঁরা আরও অবদান রাখবেন বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়