বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৪

আরব আমিরাতে পয়লা বৈশাখ উদ্যাপনে হাজারো বাঙালির মিলনমেলা

মাহাফুজুল হক চৌধুরী, আবুধাবি থেকে
আরব আমিরাতে পয়লা বৈশাখ উদ্যাপনে হাজারো বাঙালির মিলনমেলা

প্রতি বছরের ন্যায় এবারও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পালন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। শনিবার আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ স্কুলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় সকাল ১০টায় আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক আহমেদ ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুবাই কাউন্সিল জেনারেল মো. রাশেদুজ্জামান ও আরমেনিয়া, জর্জিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল।

পয়লা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ স্কুলের ভেতরে ও বাইরে ২০-৩০টি স্টলের আয়োজন করা হয়। খাবারের দোকান, বাংলাদেশের হস্তশিল্প পণ্য, কাপড়ের দোকান, ও দেশের যাবতীয় নানান পিঠাপুলির দোকান বসানো হয়। স্টলগুলো নির্দিষ্ট মূল্যে স্কুল কর্তৃপক্ষ থেকে ভাড়া নেন ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠকরা। স্টল সম্পর্কে দোকান মালিকরা বলেন, আমরা বাংলাদেশের যে ইতিহাস ও ঐতিহ্য রয়েছে প্রবাসে তা ধরে রাখার জন্যে বছরে এরকম একটি মিলনমেলাকে স্বতঃস্ফূর্ত করার জন্যে এখানে স্টল ভাড়া নিয়েছি। লাভের আশায় বা ব্যবসা করার জন্যে নয়।

সকাল থেকে প্রবাসী বাংলাদেশিরা আসতে শুরু করে অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ সকাল থেকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ হলো একটি অসম্প্রদায়িক ও বৈষম্যহীন রাষ্ট্র। সেটিকে আরো শক্তিশালী করতে পয়লা বৈশাখের মতো আয়োজনের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে আগত বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীদেরকে তিনি নাচ গান ও অভিনয়ে উৎসাহ দেন।

অনুষ্ঠানে আগত প্রবাসীরা জানান, বাংলাদেশ হলো আমাদের মাতৃভূমি, আর আরব আমিরাত হলো সেকেন্ড হোম। এখানে বাংলাদেশের নানান সংস্কৃতি পালন করার মাধ্যমে বাংলাদেশিদের যে একটা মিলনমেলা হয়, সবাই পরিবার পরিজন নিয়ে আসে। এই মিলনমেলাকে উপভোগ করার মাধ্যমে আমরা নিজের দেশ ও পরিবারের সান্নিধ্য যেন পাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়