শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৮:০৯

নারায়ণগঞ্জে হাড়হিম করা কাণ্ড!

সিদ্ধিরগঞ্জে পুকুর পাড়ে বস্তাবন্দি মানুষের খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বিশেষ সংবাদদাতা: মো. জাকির হোসেন
নারায়ণগঞ্জে হাড়হিম করা কাণ্ড!
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় আজ শুক্রবার দুপুরে একটি পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতপরিচয় মানুষের খণ্ড-বিখণ্ড মরদেহ। দুপুর ১টার দিকে স্থানীয়রা একটি পুকুরের পাড়ে বস্তাবন্দি অবস্থায় দেহের বিভিন্ন অংশ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা উদ্ধার কাজ শুরু করেছি। তবে, এই মুহূর্তে নিহতদের পরিচয় বা ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।"

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজমিজি পশ্চিম পাড়া একটি জনবসতিপূর্ণ এলাকা। পুকুরটি স্থানীয়দের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় না এবং কিছুটা নির্জন স্থানে অবস্থিত। আজ দুপুরে কয়েকজন স্থানীয় ব্যক্তি পুকুরের পাড়ে গেলে দুর্গন্ধ পান এবং একটি সন্দেহজনক বস্তা দেখতে পান। কাছে গিয়ে তারা বস্তার মুখ খোলা দেখতে পেয়ে ভেতরে মানুষের দেহের খণ্ডাংশ দেখতে পান।

এই লোমহর্ষক ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা পুকুর পাড়ে ভিড় করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং হত্যার পর পরিচয় গোপন করার উদ্দেশ্যে দেহ খণ্ড-বিখণ্ড করে বস্তাবন্দি করে পুকুর পাড়ে ফেলে দেওয়া হয়েছে। তবে, তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

পিবিআই-এর একটি বিশেষ দল ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। নিহতদের পরিচয় জানার জন্য পার্শ্ববর্তী থানাগুলোতেও বার্তা পাঠানো হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষ চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

বিস্তারিত আসছে...

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়