মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৯:৫৪

আমিরাতের শেখ জায়েদ মসজিদে ঈদের নামাজে লাখো মানুষের জমায়েত

মাহাফুজুল হক চৌধুরী, আবুদাবি থেকে
আমিরাতের শেখ জায়েদ মসজিদে ঈদের নামাজে লাখো মানুষের জমায়েত

রোববার (৩০ মার্চ ২০২৫) মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের অনেক দেশে পালিত হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আরব দেশগুলোতে সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাতে ঈদের ঘোষণা করা হয়। আরব আমিরাতের সবচেয়ে বড়ো মসজিদ রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ মসজিদে ঈদের নামাজের সবচেয়ে বড়ো সমাগম হয়। স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

আমিরাতের প্রেসিডেন্ট থেকে শুরু করে এদেশের প্রথম সারির সরকারি/বেসরকারি কর্মরত শেখরা এই মসজিদে নামাজ আদায় করেন। সরকারি কূটনৈতিক ব্যক্তিরা এ মসজিদে নামাজ আদায় করার কারণে সারারাত থেকে মসজিদে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। তবে কূটনৈতিক ব্যক্তিরা এ মসজিদে নামাজ আদায় করলেও সাধারণদের প্রবেশে কোনো বাধা নেই। এখানে সব দেশের পেশাজীবী মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেওয়া হয়। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে মসজিদের ভেতর প্রবেশ করতে অনেক সময় লেগে যায়। মসজিদের ভেতরে প্রবেশ করার জন্যে রাত তিনটা থেকেই মুসল্লিরা মসজিদে আসা শুরু করে।

মসজিদের ভেতর প্রবেশ করার আগে প্রথম সিকিউরিটি গেইটে কোনো বাধা না থাকলেও দ্বিতীয় সিকিউরিটি গেইট থেকে বডি চেকিং-এর মাধ্যমে ভেতরে ঢুকতে দেওয়া হয়। যেহেতু এখানে সরকারের কূটনৈতিক ব্যক্তিরাও নামাজ আদায় করতে আসেন, তাই সিকিউরিটি ব্যবস্থা এতোটাই কড়াকড়ি থাকে যে, গেইটের বাইরে হাজার হাজার মানুষের ভীড় জমে যায়। কিন্তু মসজিদের ভেতর ঢোকার আগেই নামাজ শুরু হয়ে যায়। যার ফলে নামাজ পড়তে আসা এক তৃতীয়াংশ লোক ভেতরে প্রবেশ করতে পারে না। তারা বাইরে নামাজ আদায় করে। মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম/অমুসলিমরা পরিবার নিয়ে ঈদের জামাত দেখতে আসার কারণেও অতিরিক্ত ভিড় জমে যায়।

২০০৭ সালে নির্মিত হওয়া শেখ জায়েদ মসজিদটি আরব আমিরাতে আয়তনে সবচেয়ে বড়ো মসজিদ ও বিশ্বের ২৩ তম বৃহত্তম মসজিদ। এই মসজিদের ভেতরে ৪১ হাজার মুসল্লি নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে অমুসলিম ভিজিটরদেরকেও প্রবেশ করতে দেওয়া হয়। তবে কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে তারা ভেতরে প্রবেশ করতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়