প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১১:২৩
‘বাংলা প্রেসক্লাব ভেনিস ইতালি নর্দ’-এর আত্মপ্রকাশ

ভেনিসসহ উত্তর ইতালিতে বাংলা মিডিয়ায় কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের নিয়ে ‘বাংলা প্রেসক্লাব ভেনিস ইতালি নর্দ’ নামে নতুন সংগঠন আত্মপ্রকাশ করছে।
৫ মার্চ বুধবার ভেনিসের গ্র্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানকে সভাপতি ও এনটিভি ইউরোপ প্রতিনিধি নাজমুল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া আইওন টিভির ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় ও কুমিল্লা নিউজের ইতালি প্রতিনিধি মোখলেছুর রহমান সরকারকে অর্থ সম্পাদক, মিলান বার্তার ভেনিস প্রতিনিধি জাকির হোসেনকে প্রচার সম্পাদক ও টিভি ওয়ান প্রতিনিধি নাসরিন আক্তারকে মহিলা সম্পাদিকা নির্বাচিত করা হয়।
‘বাংলা প্রেসক্লাব ভেনিস ইতালি নর্দ’-এর সভাপতি মাকসুদ রহমান বলেন, প্রবাসে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বাংলাদেশি ইতালি প্রবাসীদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা। একই সাথে প্রবাসে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ সহাবস্থানের মাধ্যমে ভাবমূর্তি উন্নয়ন ও প্রবাসীদের অধিকার অর্জনের স্বপ্ন পূরণে কাজ করে যাবো।
একই আশাবাদ ব্যক্ত করেন ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন ও সাংগঠনিক সম্পাদক সজীব আল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন ভেনিস অঞ্চলের বিএনপি-আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক সংগঠন ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বাংলা গণমাধ্যমের পাশাপাশি ইতালীয় মূল ধারার সংবাদ কর্মী। সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রেস ক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়।
শীঘ্রই ভেনিসসহ উত্তর ইতালির বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশী গণমাধ্যম কর্মীদের সংগঠিত করে জমকালো অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সভার পূর্বে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া করা হয়। ইফতার শেষে সভার কার্যক্রম শুরু হয়।