প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১১:২২
মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি’র সাধারণ সম্পাদকের ইফতার মাহফিল

মাদ্রিদ কমিউনিটির সম্মানে বিশিষ্ট ব্যবসায়ী ও বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ইয়াং রাজ খান কমল রাজুর সৌজন্যে বৃহৎ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ১৩ রমজান বায়তুল মুকাররম বাংলাদেশ জামে মসজিদ সহ আরো চারটি মসজিদে বাহারি রকমের সুস্বাধু ইফতার পরিবেশন করা হয়।উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রায় সহস্রাধিক ভিন্ন ভিন্ন দেশের মুসল্লি এতে অংশ নেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক ইয়াং রাজ খান কমল রাজু। আলোচনায় অংশ নেন মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (লেবার উইং) মুতাসিমুল ইসলাম, বিক্রমপুর মুন্সিগজ সমিতির উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু, সভাপতি মিল্টন ভূইয়া কচি, উপদেষ্টা সুমন নূর, সংগঠনের সিনিয়র সহ- সভাপতি আলামিন শেখ, সহ-সভাপতি বাবুল কাজী, সদস্য ওহিদুজ্জামান ওহিদ, যুবরাজ খান কাজল, জহিরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি প্রমুখ।
বক্তারা ইসলামের সৌন্দর্য ও সম্প্রীতি তুলে ধরতে পবিত্র রমজান মাসে এ রকম আয়োজন তাৎপর্যপূর্ণ বলে মনে করেন এবং এ রকম আয়োজন যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা করেন। মাহফিলে মোনাজাত করেন শেখ আলী। বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াং রাজ খান কমল রাজু বলেন, সিয়াম সাধনার মাস রমজানে ইফতার মাহফিল মানুষের সম্প্রীতি, আত্মার বন্ধন এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্তরিকভাবে তাঁর আমন্ত্রণ গ্রহণ করার জন্যে।