বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৪

সিলেট প্রদেশের দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজিয়নের সভা

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
সিলেট প্রদেশের দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজিয়নের সভা

সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জকে নিয়ে সিলেট প্রদেশ ঘোষণার দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজিয়নের উদ্েযাগে গত মঙ্গলবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাউথ ইস্ট রিজিয়নের আহ্বায়ক হারুনুর রশীদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কে এম আবু তাহের চৌধুরী, নুরুল ইসলাম মাহবুব, মোহাম্মদ মকিস মনসুর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, খান জামাল নুরুল ইসলাম, আব্দুর রহিম রন্জু, কদর উদ্দিন, সৈয়দ করিম, আব্দুল বাছিত রফি, ড. আজিজুল আম্বিয়া, আব্দুল মুকিত, খালেদ চৌধুরী, আব্দুল মালিক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পাকিস্তান আমলে ও বাংলাদেশ আমলে সিলেট বিভাগের তেমন কোনো উন্নতি হয়নি।সিলেট বিভাগ সব সময় বৈষম্েযর শিকার।সিলেটের খনিজ সম্পদ, চা বাগান, রাবার বাগান সহ সকল প্রাকৃতিক সম্পদে সারা বাংলাদেশের উন্নয়ন হলেও সিলেটের সমস্যার এখনও কোনো সমাধান হয় নি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি দুর্যোগময় মুহূর্তে সিলেটবাসীর অবদান ইতিহাসের অন্তর্গত।

সংস্কার কমিশন বাংলাদেশে চারটি প্রদেশ করার প্রস্তাব করলেও সিলেট বিভাগকে প্রদেশ করার কোনো প্রস্তাব করেনি। এটা আরেকটি বৈষম্য বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা বলেন, পাকিস্তান আমল থেকেই দেশে বিদেশে সিলেট প্রদেশ গঠনের দাবিতে আন্দোলন চলছে। তাই অবিলম্বে সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে স্বতন্ত্র প্রদেশ ঘোষণার দাবি জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়