শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫

চাঁদপুরে দুঃসাহসিক ডাকাতি, শেষ হলো ভয়ঙ্কর দুর্ঘটনায়: ডাকাত নিহত, চালক গুরুতর আহত

"ডাকাতির ফাঁদেই ফেঁসে গেল ডাকাত!"

প্রতিবেদন: মো. জাকির হোসেন
ছবি : সংগৃহীত

চাঁদপুরের কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় ডাকাতির চেষ্টাকালে মহসিন (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা থেকে অটোগাড়ির পার্টস নিয়ে কচুয়াগামী একটি পিকআপ ভ্যানের চাপায় তিনি মারা যান। এ ঘটনায় পিকআপ চালক লোকমান হোসেন গুরুতর আহত হন এবং তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ:

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহসিন ও তার সহযোগীরা সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। ভোরের দিকে পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে গাছের বাধা দেখে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে গাড়িটি উল্টে যায় এবং মহসিন চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পিকআপের চালক লোকমান হোসেন আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশের বক্তব্য:

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, "ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যান্য জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

সড়কের বেহাল দশা ও নিরাপত্তা ঝুঁকি:

কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। সড়কের বেহাল দশার কারণে যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হয়, যা ডাকাতদের জন্য সুযোগ সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের এই দুরবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে। তারা সড়ক সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী ডাকাতির ঘটনা:

উল্লেখ্য, এই সড়কে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা নতুন নয়। এর আগে ২০১৮ সালের ১ নভেম্বর একই সড়কের বাতাপুকুরিয়া এলাকায় গাছ ফেলে পিকআপ থামিয়ে ৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এছাড়া, ২০১০ সালের জানুয়ারিতে পল্লী বিদ্যুৎ সমিতির গাড়ি আটকে ডাকাতির অভিযোগ পাওয়া যায়।

প্রশাসনের পদক্ষেপ:

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রশাসন সড়কের দু'পাশের আগাছা পরিস্কার ও নিয়মিত পুলিশি টহল জোরদার করার উদ্যোগ নিয়েছে। তবে সড়কের বেহাল দশা ও নিরাপত্তা ঝুঁকি নিরসনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সচেতনতার আহ্বান:

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রাতের বেলায় সড়কে চলাচলের সময় সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ থানায় অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণেরও সতর্ক থাকা প্রয়োজন। রাতের বেলায় সড়কে চলাচলের সময় সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়