শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৩৮

বরকামতা দুর্গা বাড়িতে ১১২ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ২২ ফেব্রুয়ারী থেকে

অনলাইন ডেস্ক
বরকামতা দুর্গা বাড়িতে ১১২ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ২২ ফেব্রুয়ারী থেকে

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। বিশ্ব শান্তি কামনায় কুমিল্লা দেবীদ্বার উপজেলাধীন বরকামতা (প্রকাশ্যে চান্দিনা দুর্গা বাড়ি) প্রয়াত শ্রীশ্রী বিপিন চন্দ্র দাস বৈষ্ণবের প্রতিষ্ঠিত শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে আসছে ২২ ফেব্রুয়ারি হতে ১৩ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্য দিয়ে ৫৯তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার হতে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় শ্রীমদ্ভাগবদগীতা ও শ্রী শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ এবং ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টা হতে যথাক্রমে শ্রীশ্রী গীতাযজ্ঞ হবে। এরপর সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী মহানামযজ্ঞের গঙ্গা আবাহন ও শুভ অধিবাস কীর্তন এবং ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অরুণোদয় হতে ১২ মার্চ বুধবার পর্যন্ত ১১২ প্রহর ব্যাপী (১৪দিন) অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। এর মধ্যে ১২ মার্চ বুধবার দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগ রাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতাদের মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং ১৩ মার্চ বৃহস্পতিবার অরুণোদয়ে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ব্রজধূলি গ্রহণ, মহান্ত বিদায় ও দধিপাত্র ভাঙ্গনসহ জলকেলি উৎসব।

অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করবেন সুদূর পটুয়াখালী হতে আগত শ্রীশ্রী ঝুমা সম্প্রদায়, মুরাদনগর রামকৃষ্ণ সম্প্রদায়, সিলেট রাম মন্দির সম্প্রদায়, গোপালগঞ্জ শিখাশ্রী সম্প্রদায়, মাদারীপুর প্রতিমা সম্প্রদায়, সাতক্ষীরা নব রত্না সম্প্রদায়, সিলেট নব সখী সম্প্রদায়, পটুয়াখালী শ্রীদুর্গা সম্প্রদায়, লক্ষ্মীপুর কৃষ্ণ কিশোরী সম্প্রদায়, যশোর বাসুদেব সম্প্রদায়, গোপালগঞ্জ বীনা-পানি সম্প্রদায়, চট্টগ্রাম গৌর গোবিন্দ সম্প্রদায়, গোপালগঞ্জ জয় গুরু সম্প্রদায়, বরিশাল বৃন্দাজী সম্প্রদায়, চান্দিনা নিতাই গৌর সম্প্রদায়, বরুড়া জগন্নাথ সম্প্রদায়, খুলনা শ্রীচৈতন্য মহাপ্রভু সম্প্রদায়, সাতক্ষীরা মা চণ্ডী সম্প্রদায়, বরগুনা চৈতন্য সুন্দর সম্প্রদায়, গোপালগঞ্জ ললিতার প্রভুজী সম্প্রদায়, খুলনা ভবের ভবানী সম্প্রদায়, পটুয়াখালী রাম সুন্দর সম্প্রদায়, গোপালগঞ্জ জয় রাধেশ্যাম সম্প্রদায় ও জয় রাই সম্প্রদায় এবং বরিশাল জয় গুরু হরিচাঁদ সম্প্রদায়।

ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়