প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ২৩:০৯
কর্মহীন অসহায়দের মাঝে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের নগদ অর্থ সহায়তা

বৈশ্বিক অতিমারি করোনায় কর্মহীন অসহায়দের মাঝে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, হাজীগঞ্জ, চাঁদপুর-এর উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ২৯ জুলাই বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ও আশ্রমের ভক্ত অমূল্য দেবনাথের সহযোগিতায় ১শ’ ৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ ৫শ’ টাকা করে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাবেক অতিরিক্ত সচিব অমূল্য দেবনাথ, হাজীগঞ্জ শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অনিল কুমার সাহা, সাধারণ সম্পাদক নীহার রঞ্জন হাওলাদার মিলন ও সেবাময়ানন্দজী মহারাজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশ্রমের ভক্তবৃন্দ।
|আরো খবর