মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৯

সংসদই সংবিধান পরিবর্তন করার একমাত্র ফোরাম

------সালাহউদ্দিন আহমেদ

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
সংসদই সংবিধান পরিবর্তন করার একমাত্র ফোরাম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অনির্বাচিত সরকার থাকার কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) লন্ডনে স্থানীয় সময় রাত ৯টায় যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশকে ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে বর্তমানে প্রতিদিন নতুন নতুন ইস্যু ও কৌশলের সৃষ্টি হচ্ছে। আজকেও সে রকম দু-একটি নাটক হয়ে গেছে, যা আগামীকালকে মঞ্চস্থ হবে। তিনি আরও বলেন, সবাই সংস্কার চায়। কিন্তু কেউ বলছে না নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। বর্তমানে যেহেতু সংবিধান বেঁচে আছে, তার অনুপাতে নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের।

বিএনপির জাতীয় স্থানীয় কমিটির এ সদস্য বলেন, যারা এখন নতুন কিংস পার্টি করলো, আমরা তাদের স্বাগত জানাই। কিন্তু সেই রাজনৈতিক দল হতে হবে সরকারের সহযোগিতা ছাড়া। এখন সরকারের মধ্য থেকে রাজনীতিও করবেন, সরকারের উপদেষ্টাও থাকবেন, আবার দল গঠন করে সেই দলের জন্যে সময়ক্ষেপণ করবেন। নির্বাচনের জন্য যতদিন আপনারা তৈরি না হবেন ততদিন কোনো না কোনো বাহানা সৃষ্টি করবেন। জনগণ সেটা বুঝে। জনগণ এখন সার্বভৌম।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধানের রক্ষাকবচ হিসেবে বিএনপি পাহারাদার হিসেবে জনগণের সামনে প্রতিভাত হয়েছে। সুতরাং জনগণ যদি বিএনপিকে সেই আস্থায় নিতে চায়, আর কোনো গোষ্ঠী যদি জনগণকে সেই অবস্থা থেকে প্রতিপক্ষ মনে করে, তাহলে আমরা ধরে নেবো তারা গণতন্ত্রকে প্রতিপক্ষ মনে করছে।

বিএনপির এ নেতা বলেন, রাষ্ট্রে জনগণই একমাত্র সার্বভৌম। তো যারা আজকে বলছে, আমরা জনগণের প্রতিনিধিত্ব করে একটি রিপাবলিক ঘোষণা করতে চাই, সংবিধানকে বিনষ্ট করতে চাই। তারা কি সার্বভৌম? এখানে অন্য কেউ নয়, সংসদই সংবিধানকে পরিবর্তন বা ছুড়ে ফেলার একমাত্র ফোরাম। আমি আজকে আহŸান জানাবো, কোনো ব্যক্তি, রাজনৈতিক উচ্চাভিলাষী বা কোনো সমাজ যেন নিজেদেরকে সার্বভৌম মনে না করে।

সালাহউদ্দিন আহমেদ আহমেদ আরও বলেন, আজকে একটা জিনিস বারবার বলা হচ্ছে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা’। শহীদের রক্তের চাহিদার আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসনের সাম্যভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। এই প্রশ্নে কোনো দ্বিমত নেই। তবে বারবার কেন উচ্চারিত হচ্ছে এটা বিপ্লব বলে। বিপ্লবের অর্থ হচ্ছে সমাজের সকল রাজনৈতিক, অর্থনৈতিকসহ সবকিছুর পরিবর্তন। বাংলাদেশে কি সেই অর্থে বিপ্লব হয়েছে? বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে, গণতান্ত্রিক গণ-অভ্যুত্থান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়