প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯
এইদিনে
২০০০ সালের এইদিনে মতলবের মোহনপুরে স্মরণকালের ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় নিহত ৫০ জনের লাশ উদ্ধার করা হয়।
২০০২ সালের এইদিনে প্রবীণ আইনজীবী অ্যাড. মুসলিম খান মারা যান।
২০১১ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবের ২০১২ সালের নতুন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি হন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত এবং সাধারণ সম্পাদক হন চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারী।
২০১৩ সালের এইদিনে রাজধানীতে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে শামিল হতে গিয়ে শিবির-পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে মানসুর প্রধানীয়া (২৫) নামে চাঁদপুরের একজন নিহত হন।
২০১৭ সালের এইদিনে জেএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় চাঁদপুর শহরের পীর মহসিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারজানা আক্তার (১৫) ও ফরিদগঞ্জের পাইকপাড়া ইউজিপি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফেরদৌসী আক্তার (১৫) আত্মহত্যা করে।
২০১৮ সালের এইদিনে হাজীগঞ্জের বিলওয়াই এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সামছুল হক (৫৫) নামে একজন নিহত ও ৩জন আহত হয়।
২০১৯ সালের এইদিনে চাঁদপুর সদরের বাখরপুর গ্রামে অটোরিকশা চার্জ দিতে গিয়ে সুজন গাজী (১৮) নামে এক চালক নিহত হয়।
২০২০ সালের এইদিনে চাঁদপুর সদরের গাছতলা এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় রোমান (১৭) নামে এক যুবক মারা যায়। একইদিনে হাজীগঞ্জের রামচন্দ্রপুর গ্রামে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে রাকিব হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিক মারা যায়।
২০২১ সালের এইদিনে কচুয়ার নোয়াদ্দা ভিটপাড়া গ্রামে মহিউদ্দিন মজুমদার মহসিন (৩০) নামে যুবককে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।